হাজী আবু কাউছার,নরসিংদী:
২০১১ ব্যাচের সাহের চর স্কুল এন্ড কলেজ এর এসএসসি বিজ্ঞান বিভাগের ছাত্রী মরহুমা মনোয়ারা মুন্নি গকুলনগর আবেদা ফজলু পাবলিক স্কুল এন্ড কলেজ এর প্রাক্তন প্রভাষক ছিলেন কিন্তু দুর্ভাগ্য ক্যান্সার জনিত কারণে ঢাকার একটি হাসপাতালে ৪মে অকালে ৩৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন, মৃত্য কালে দুই সন্তান রেখে যান। ২০ মে মনোয়ারা মুন্নির স্মরণে সাহের চর স্কুল এন্ড কলেজ এর ২০১১ ব্যাচের শিক্ষাথীদের আয়োজনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়,
উক্ত স্মরণ সভায় সভাপতি করেন জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম,সহকারী প্রধান শিক্ষক, উপস্হাপনায় মোঃ উমর ফারুক,সাবেক ছাত্র ,বক্তব্য রাখেন জনাব শৈলেশ চন্দ্র দাস,প্রধান শিক্ষক, সিনিয়র শিক্ষক জনাব এমদাদুল হক ,সিনিঃ শিক্ষক জনাব হাবিবুর রহমান,জনাব আবুল কাইউম মাহমুদ চৌধুরী,জনাব আকলিমা আক্তার, জনাব তাজুল ইসলাম খোকন,২০১১ ব্যাচের ছাত্র মোঃ খোকন খান, মোঃ সাইফ রেজুয়ান সাইফুল । যুবদল নেতা ডাঃ মামুন মিয়া,যুবদল নেতা জনাব বাছেদ আলম জনাব মোঃ মোহাম্মদ আলী মেম্বার বি এন পি নেতা, ছড়াকার হাজী আবু কাউছার, এবং মনোয়ারা মুন্নির বাবা সহ স্কুলের ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন।
উক্ত স্মরণ সভায় দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুস সালাম ।