মোঃ কাশেম খান,গাজীপুর :
গাজীপুর সিটির কোনাবাড়ি পারিজাত এরশাদনগর এর প্রভাবশালী মাস্তান মো জাকির গংরা জোরপূর্বক ফাইজুল ইসলাম বাবুর বাড়ির মেন গেট বন্ধ করে বৈদ্যুতিক খুঁটি পূর্ব পরিকল্পিতভাবে বসানো হয়েছে বলে ভুক্তভোগী পরিবার বাবুর আম্মু বলেন,বিগত ফাঁসিস্ট আওয়ামী লীগ সরকার থাকাকালীন সময়ে আমাকে হয়রানি করেছে পাশাপাশি সরকার পতনের পরও এখন যারা রয়েছে তাদের সাথে মোটা টাকার বিনিময়ে সক্ষতা গড়ে তোলে প্রভাবশালী মোঃ জাকির গংরা আমাদের আগের মতোই নির্যাতন করছে এ ব্যাপারে কোনাবাড়ি মেট্রো থানা অভিযোগ দায়ের করতে গেলে দায়িত্বে থাকা ডিউটি অফিসার বলেন আপনারা পল্লী বিদ্যুতের দ্বারপ্রান্ত হন, এমতাবস্থায় আমি হতাশ হয়ে ফিরে আসি এবং খুব দুর্বি সহ জীবন যাপন করিতেছি ফ্যামিলি নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগান্তি কবে শেষ হবে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমাদের চলাচলের রাস্তা ও গেটের সামনে বৈদ্যুতিক খুঁটি সরিয়ে আমাদের যাতায়াতের সুব্যবস্থা করতে মর্জি হয় অনুরোধ করছি প্রশাসনের কাছে।