মোঃ হোসেন, আলফাডাঙ্গা:
ফরিদপুরের আলফাডাঙ্গায় বেস্ট লাইফ ইনসুরেন্স লিমিটেডের আয়োজনে এক বর্ণাঢ্য বীমা বিষয়ক প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত ২২ মে ২০২৫, বৃহস্পতিবার, আলফাডাঙ্গা জোনাল অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের কেন্দ্রীয় ও আঞ্চলিক পর্যায়ের শীর্ষ কর্মকর্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জামিল উদ্দিন মিন্টু, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ ট্রেনিং, বেস্ট লাইফ ইনসুরেন্স লিমিটেড।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব সাজেদ মাতুব্বর (এজেন্সি ডিরেক্টর) ও মিসেস কামরুন নাহার জুথি (সহকারী এজেন্সি ডিরেক্টর)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা জোনাল অফিসের ব্রাঞ্চ ম্যানেজার জনাব মোহাম্মদ হোসাইন।
অনুষ্ঠানে মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণের পাশাপাশি বিভিন্ন ক্যাটাগরিতে সেরা পারফর্মারদের পুরস্কৃত করা হয়। বক্তারা বীমা খাতের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোকপাত করেন।
তারা বলেন, জনগণের মধ্যে বীমা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পেলে শুধু ব্যক্তি নয়, সমাজ ও রাষ্ট্র উপকৃত হবে।
অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও প্রাণবন্ত পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়, যেখানে কোম্পানির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।