কাশেম খান,গাজীপুর :
গাজীপুরের কোনাবাড়ী এলাকার এরশাদনগরে মোবাইল চুরির অভিযোগে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারিয়েছেন জুয়েল (৪৩) নামের এক ব্যক্তি। গুরুতর আহত অবস্থায় আব্দুল হক (৩৫) নামের আরেকজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মোছাম্মৎ সালমা বেগমের ঘর থেকে মোবাইল ফোন নেওয়ার অভিযোগে জুয়েল ও আব্দুল হককে আটক করে বেধড়ক মারধর করা হয়। পরে আহত অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায় কোনাবাড়ী মেট্রোপলিটন থানার একটি পুলিশ দল। ঘটনাস্থল পরিদর্শনের পর প্রাথমিক তদন্তে জড়িত সন্দেহে পুলিশ মোছাম্মৎ সালমা, মো. রনি, মো. রফিক ও মো. সজিবকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে।
এ বিষয়ে কোনাবাড়ী মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন জানান, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ইতোমধ্যে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। দোষীদের আইনের আওতায় আনা হবে।”
ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এমন নৃশংসতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।