নোটিশ:
Welcome To Our Website...
ব্রেকিং নিউজ :
হাজী মুজিবের নেতৃত্বে ঢাকায় বিশাল মিছিল বালিগাঁও তালতলা খালে নিষিদ্ধ ঘোষিত বাল্কহেড চলে চাঁদায়, বাড়িঘর ভাঙ্গনের আতঙ্ক গজারিয়ায় এসিল্যান্ডের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন সিংগাইরের কচুশাক বিক্রি করে সাবলম্বী লালমনিরহাটের আনিছুর দম্পতি ব্যাটারী পুড়িয়ে সিসা তৈরির ধোঁয়ায় কোমলমতি শিশুদের জীবন হুমকির পথ, তৈরি হচ্ছে শ্বাসকষ্ট সিংগাইরে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত শুভ উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি গাজীপুর কোনাবাড়িতে এরশাদনগরে জোড়া মার্ডার একাত্তরের পরে শুধু নেতার পরিবর্তন হয়েছে, মানুষের ভাগ্যের নয়”: ড. আতিক মুজাহিদ হজের জন্য সৌদিতে পৌঁছেছেন ৮ লাখ ২০ হাজারের বেশি মুসল্লি

সিংগাইরের কচুশাক বিক্রি করে সাবলম্বী লালমনিরহাটের আনিছুর দম্পতি

  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৭৬ বার পঠিত

সিংগাইর( মানিকগঞ্জ) উপজেলা প্রতিনিধি ঃ

 

অভাবের তারনায় ২৭ বছর আগে ২ শিশু পুত্র নিয়ে নিজ জেলা লালমনিরহাট ছেড়ে ঢাকায় আসেন আনিছুর ও মর্জিনা দম্পতি। সাভারের বলিয়াপুরে বাসা ভাড়া নিয়ে শুরু করেন জীবন সংগ্রাম। জীবিকার তাগিদে পায়ে চালিত ভ্যানগাড়ী সম্বল করে মানিকগঞ্জ ও সিংগাইর উপজেলার বিভিন্ন গ্রামের ঝোপঝাড় ও রাস্তার পাশ থেকে আদাইড়া কচুশাক ও খারকোন শাক সংগ্রহ করেন।
সংগৃহীত ওই শাক বিক্রি করেন মিরপুর ১ নম্বর কাঁচা বাজারে। এতে প্রতিদিন ২/৩ হাজার টাকা আয় হয় বলে তারা জানান। কাক ডাকা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে তাদের এ কর্মযজ্ঞ। সংসার ও ছেলেমেয়েদের লেখা পড়ার খরচ মিটিয়ে জমিয়ে ছিলেন বিশ লক্ষ্যাধিক টাকা। যা পুত্রবধু ও নাতির চিকিৎসায় ব্যায় করেছেন। এছাড়া জমানো টাকা দিয়ে দেশের বাড়িতে কিনেছেন ২৮ শতাংশ জমি। স্বপ্ন এখন আরো ৪/৫ বছর এ ব্যবসা করে ৫ রুমের একটি বিল্ডিং করে বাকী জীবনটা স্বাচ্ছন্দ্যে কাটানোর।
গতকাল মঙ্গলবার দুপুরে জয়মন্টপ ইউনিয়নের কমলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে কথা হয় ওই দম্পতির সাথে। তারা জানান, ২৭ বছর আগে এই শাক কচু বিক্রি শুরু করি। এখনো করছি। এই ব্যবসায় কারো কটু কথা শুনতে হয় না। বিক্রিতে বাকি যায় না। মানিকগঞ্জ ও সিংগাইরের বিভিন্ন এলাকায় কচুশাক কুঁড়িয়ে থাকি। শাক বিক্রির টাকায় ২৮ শতাংশ জমি কিনেছি। বড় ছেলেকে বিয়ে পাশ এবং ছোট ছেলে ও মেয়েকে কোরআনে হাফেজ বানিয়েছি । এখন ৫ রুমের একটা বিল্ডিং করতে পারলে কচু শাকের ব্যবসা আর করবেন না বলেও জানান আনিছুর দম্পতি।
তাদের মতো আরও ১৪-১৫ টি পরিবার প্রতিদিন সিংগাইর থেকে বিনা পুঁজিতে শাক সংগ্রহ করে রাজধানী ঢাকায় বিক্রি করেন তারা জানান।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.