সিংগাইর(মানিকগঞ্জ)উপজেলা প্রতিনিধি :
মানিকগঞ্জের সিংগাইরে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ মে ) সকাল ১১ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো.কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আইনশৃংখলা বিষয়ক আলোচনা সভায় বক্তব্য রাখেন-উপজেলা সহকারি কমিশনার(ভূমি) এস.এম আব্দুল্লাহ বিন শফিক,সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জেওএম তৌফিক আজম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:রাফসান রেজা,সাবেক কমান্ডার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ শেখ রেজাউল করিম,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান মাহবুবুর রহমান মিঠু,বিএনপি নেতা মো.আলাউদ্দিন,উপজেলা ফায়ার স্টেশনের ইনচার্জ মো.মহিবুর রহমান,সিংগাইর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাব উপজেলা সংবাদদাতা মো.রকিবুল হাসান বিশ্বাস ও দৈনিক জবাবদিহি প্রতিনিধি মো.সিরাজুল ইসলাম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা:সাজেদুল ইসলাম,উপজেলা শিক্ষা অফিসার সুলতানা আছমা খান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা.সাদিয়া রহমান,মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার,সিংগাইর সদর ইউপি চেয়ারম্যান মো.জাহিনুর রহমান সৌরভ,সিংগাইর পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম গোলাম রাব্বানী,যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ.আব্দুল ছালেক,প্রতিবন্ধি কর্মকর্তা জিএম মামুনুর রশিদ,আনসার ও ভিডিপি কর্মকর্তা ওবাইদুর রহমানসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ ।
মাসিক এ আইনশৃঙ্খলা সভায় হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সড়ক দূর্ঘটনার রোধ,রাস্তার ওপর অবৈধ দোকান উচ্ছেদ,মাদক উদ্ধার,উচ্চ শব্দে কিশোর গ্যাংদের মোটরসাইকেল চালানো রোধ,আসন্ন ঈদুল আযাহা উপলক্ষে সর্তকতা।