মোঃ রাসেল,লক্ষ্মীপুর :
ঈদ আসলেই সড়ক পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়সহ যাত্রী হয়রানি যেন নিয়মে পরিনত হয়। যাত্রীদের জিম্মি করে ভাড়া আদায় করা হলেও স্থানীয় প্রশাসনের কার্যকর তেমন কোন পদক্ষেপ নেই। এর প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন করেছে কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস)।
বুধবার সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংগঠনের জেলা কমিটির ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। শেষে ৪ দফা দাবি জানিয়ে প্রশাসনকে স্বারকলিপি দেওয়া হয়।
আবুল হাসান সোহেলের সভাপতিত্বে কর্মসূচীতে বক্তব্য রাখেন এনামুল হক খান নাবিল, আব্দুল মালেক নিরব, শাহিন আলম ও বায়েজিদ হোসাইনসহ অনেকে।
এসময় বক্তারা বলেন, অতিরিক্ত ভাড়া আদায়রোধে সার্বক্ষণিক প্রধানসহ জেলার অভ্যন্তরীণ সড়কগুলোতে ভ্রাম্যামান আদালত পরিচালনা করে দায়ী ব্যক্তিদের জেল-জরিমানা নিশ্চিত করতে হবে। এছাড়া তারা লক্ষ্মীপুরে চলাচলকারী বাস ও সিএনজির সাবেক ভাড়া বহাল রাখার দাবি রাখেন।