নোটিশ:
Welcome To Our Website...
ব্রেকিং নিউজ :
সিলেট বিশ্বনাথ ১নং লামাকাজী ইউনিওন বাজার পয়েন্ট রমরমা মাদক কারবারে মানুষ দিশেহারা স্লিম হতে ইয়াবায় ঝুঁকছে ধনীর দুলাল দুলালীরা ৭নং কুসুম্বা ইউনিয়ন হরেন্দার মোড়ে ইউনিয়ন ভিত্তিক প্রোগ্রামের আলোচনা বৈঠক ১১ বছর পর কলমাকান্দা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে আসলাম সুইটস এন্ড বেকারীতে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি রাজশাহী বিভাগীয় প্রেসক্লাব কর্তৃক দুর্গাপুর উপজেলায় নতুন কমিটি ঘোষণা কুমিল্লায় যাত্রা শুরু করলো ভূমি সেবা সহায়তা কেন্দ্র, প্রথম পর্যায়ে ১৭ উপজেলায় চালু হচ্ছে ৩৪ টি ভূমি সেবা সহায়তা কেন্দ্র ইমাম উলামারা সমাজের দর্পণ-তাহসিনা রুশদীর লুনা সিলেট বিশ্বনাথ ১নং লামাকাজী ইউনিওন বাজার পয়েন্ট সহিদ ও দেলোয়ার রমরমা মাদক কারবারে মানুষ দিশেহারা দুর্নীতির ‘বরপুত্র’ হয়ে উঠেছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ অতি বৃষ্টির কারণে ডুবে গেল চকরিয়ার বিভিন্ন অঞ্চল

ছাত্রদল সভাপতি শাহরিয়ার হোসেন পলিনকে বাজিতপুরে গণসংবর্ধনা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ১৯৮ বার পঠিত

জামাল উদ্দিন,বাজিতপুর :

 

ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি শাহরিয়ার হোসেন পলিনকে তার নিজ জন্মস্থান কিশোরগঞ্জের বাজিতপুরে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (১১ জুন) বিকেলে বাজিতপুর বাজারের বাঁশমহাল চত্বরে উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল ও কলেজ ছাত্রদলের যৌথ আয়োজনে এই সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনার শুরুতেই ছাত্রদল সভাপতি শাহরিয়ার হোসেন পলিনের হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি শেখ মজিবুর রহমান ইকবাল।
শেখ মজিবুর রহমান ইকবাল বলেন, স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ঢাকার রাজপথে ছাত্রদলের আন্দোলনে সক্রিয় ভূমিকার পুরস্কার হিসেবেই শাহরিয়ার হোসেন পলিনকে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি নির্বাচিত করা হয়েছে। এটি বাজিতপুরের জন্য গর্বের বিষয়।
কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের সাবেক ভিপি ও জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল বলেন, দলের পরীক্ষিত ও ত্যাগী নেতাদের মনোনয়ন দেওয়া জরুরি। একই সঙ্গে তিনি ছাব্বিশ সালের নির্বাচনের ঘোষণাকে জনগণের সাথে প্রতারণা আখ্যা দিয়ে বলেন, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা এখন সময়ের দাবি।
ছাত্রদল নেতা শাহরিয়ার হোসেন পলিন বলেন, ‘এত বছর ‘আপা,আপা’ শুনেছি,এখন আবার শুনি ‘পাঁচ বছর,পাঁচ বছর’। সেটা আর হতে দেওয়া যাবে না
প্রয়োজনে আরো ১৭ বছর আন্দোলনে থাকবো, জাতীয়তাবাদী ছাত্রদল গণঅভ্যুত্থানে অতীতেও মাঠে ছিল এখনো আছে,এবং ভবিষ্যতেও থাকবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন,
বাজিতপুর উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মনিরুজ্জামান মনির, সাবেক সাংসদ মজিবুর রহমান মঞ্জু স্মৃতি সংসদের সভাপতি মোস্তাফিজুর রহমান মামুন, ঢাকা মহানগর (দক্ষিণ) জাতীয়তাবাদী শ্রমিক দলের আহ্বায়ক মো. সুমন ভূঁইয়া,
আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাজিতপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার রহমান শামীম,
সঞ্চালনায় ছিলেন বাজিতপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইফতেখার হায়দার ইফতি।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.