নোটিশ:
Welcome To Our Website...
ব্রেকিং নিউজ :
বিশ্ব মানবাধিকারের প্রতিষ্ঠিত বাস্তবায়ন সংস্থার নতুন সদস্যদের কার্ড বিতরণ অনুষ্ঠান নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জনাব প্রশান্ত কুমার রায়কে গতকাল গতকাল গাজীপুর থেকে গ্রেফতার সিলেটে শহীদ পরিবারকে বিএনপির সম্মাননা, গণতন্ত্রে ফেরার ডাক যশোরের ঝিকরগাছায় পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন সহ একাধিক মামলার আসামি রয়েল (৩২)কে গ্রেফতার করা হয়েছে। ধৃত রয়েল সদর ইউনিয়নের হাড়িয়াদেয়াড়া (চাতালপাড়া) গ্রামের শুকুর আলীর ছেলে নালিতাবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপি’র সদস্য ফরম বিতরণ ও কার্যালয় উদ্বোধন মতবিনিময় ও সচেতনতামূলক সভা উজিরপুর ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয় চকরিয়া পৌরশহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান লালমাইয়ে যৌথবাহিনীর অভিযানে দুই মাদক কারবারি আটক চুয়াডাঙ্গায় ৩২টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দিল পুলিশ শান্তির শ্রীমঙ্গল শহরে আজ অশান্তির কালো ছায়া

যদি সক্ষমতা থাকে নিজের দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করেন, জামানত থাকবে না: আতিকুল আলম শাওন

  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১৭৮ বার পঠিত

আনিসুর রহমান (আনাস),চান্দিনা, কুমিল্লা:

 

কুমিল্লা উত্তর জেলা বিএনপি যুগ্ম আহবায়ক ও চান্দিনা উপজেলা বিএনপি সভাপতি মো. আতিকুল আলম শাওন এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদকে ইঙ্গিত করে বলেন- যদি সক্ষমতা থাকে নিজের দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করেন, জামানত থাকবে না। তখন বুঝবেন চান্দিনার মানুষ কি চায়, আর কি করতে পারে। চান্দিনার মানুষ ভুলে যায়নি দুর্নীতির কারণে আপনার মন্ত্রীত্ব গেছে।

মঙ্গলবার (২৪ জুন) বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের নাওতলা ইসলামিয়া আলিম মাদ্রাসা মাঠে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপি’র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

এসময় তিনি জনসম্মুখে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি’র বিরুদ্ধে চাঁদা ও মামলাবাজির ব্যাপক অভিযোগ তুলেন। আতিকুল আলম শাওন এলডিপি’র মহাসচিব এর সমালোচনা করে বলেন তিনি তারেক রহমানকে চোর বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে চোরের মা বলেছেন। জিয়া পরিবারকে লুটেরা পরিবার বলেছেন। বাঘে ধরলে ছাড়ে, দেশ নায়ক তারেক রহমান ধরলে ছাড়ে না। ভুলে যাবেন না, আপনার কৃতকর্মের খেসারত আপনাকে দিতে হবে।

৫ আগস্ট পরবর্তী সময়ে এলডিপি’র ভূমিকা নিয়ে তিনি আরও বলেন- আপনারা দেখেছেন ৫ আগস্টের পরে এলডিপি’র ভাইয়েরা ‘মব’ জাস্টিসের নামে সাধারণ মানুষের উপরে কিভাবে অত্যাচার করেছে। ২০০৬ সালের পর থেকে আমাদের নেতা-কর্মীদের নামে ১৭টি মামলা করেছে। এখনও অনেক মামলা চলমান আছে। ৫ আগস্টের পর আমাদের ১৬জন নেতা-কর্মীর নামে ৭টি মামলা দায়ের করেছেন। মহিচাইলসহ বিভিন্ন জায়গায় কত টাকা লুটতরাজ করেছেন সব ফিরিস্তি আমাদের কাছে আছে। আপনার সকল কর্মকান্ডের আমলনামা দেশনায়ক তারেক রহমানের কাছে জমা আছে। সুতরাং সংযত হয়ে কথা বলুন।

মাধাইয়া ইউনিয়নের ১ থেকে ৫নং ওয়ার্ড যুবদল নেতা-কর্মীদের নিয়ে অনুষ্ঠিত ওই কর্মশালায় কুমিল্লা উত্তর জেলা যুবদল দপ্তর সম্পাদক কেএম জামাল এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক কাজী আরশাদ, উপজেলা যুবদল আহবায়ক মাও. আবুল খায়ের। অন্যদের মধ্যে বক্তৃতা করেন- পৌর যুবদল আহবায়ক হাজী নূরুল ইসলাম মুন্সি, কুমিল্লা উত্তর জেলা ওলামাদল সভাপতি মুফতি শাহ্ সুলতান মাহমুদ, চান্দিনা উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক মো. ইসমাইল হোসেন, মো. আবু হানিফ, সদস্য সচিব মো. শাহজাহান মুন্সি, চান্দিনা ওলামাদল আহবায়ক মাও. তাজুল ইসলাম, পৌর ওলামাদল সভাপতি ফয়েজুল্লাহ হেলালী, ছাত্রদল নেতা শাহজালাল ফরাজী।

এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপি যুগ্ম আহবায়ক সহিদুজ্জামান সরকার, মাধাইয়া ইউনিয়ন বিএনপি সভাপতি অলিউল্লাহ কোম্পানী, কেরণখাল ইউনিয়ন বিএনপি সভাপতি রুহুল কুদ্দুস মাহিন, মাধাইয়া ইউনিয়ন যুবদল সিনিয়র সহ-সভাপতি মো. খলিল, সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন, সহ-সাধারণ সম্পাদক আকতার হোসেন, প্রচার সম্পাদক আজহারুল ইসলাম প্রমুখ।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.