শওকত আযাদী, (কক্সবাজার):
আজ বোধবার ৯)মুষলধারে বৃষ্টি হওয়ায় পূর্ব বড় ভেওলা ইউনিয়ন এর ৪নং ওয়ার্ড এলাকার এর রাস্তাঘাট ডুবে যাওয়ায় গাড়ি চলাচল সহ মানুষের যাতায়াত বন্ধ। এবং পার্শ্ববর্তী থাকা খালটি ভরাট হয়ে যাওয়ায় বৃষ্টির পানি চলাচল করতে না পারায় রাস্তাঘাটসহ বিভিন্ন মানুষের বাড়িঘরে পানি উঠে,এতে এলাকার জনসাধারণ খুবই কষ্টে দিন পার করতেছে।এ নিয়ে কোন মাথা ব্যথা চেয়ারম্যান মহোদয়গণের খাল খননের আবদার জানাচ্ছে স্থানীয় জনসাধারণ।