আব্দুল ওয়াদুদ, নেত্রকোনা :
নেত্রকোনা জেলা বারহাট্টা উপজেলা ডাঃ টিটু মিয়ার বাড়ীতে বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের উপস্তিতির ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে আজ একটি আলোচনা সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয় এতে জেলা বিএনপির সভাপতি জনাব ডাঃ আনোয়ার হোসেন, সভাপত্বি করেন, আারো উপস্তিত জেলা যগ্ন আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদ,সাবেক জেলা বিএনপির কোষাদক্ষ এম এম সেলিম, প্রমুখ উক্ত সভা পরিচালনা করেন ডাঃ টিটু মিয়ার নিজেই এতে নবনির্বাচিত সভাপতি সম্পাদকদের মাঝে ক্রেচ তুলে ডাঃ আনোয়ার হোসেন। এতে সকলস্তরের নেতাকর্মী অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্তিতির মাধ্যমে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ কারা হয়। আগামী নির্বাচনে জয়ী হতে ডাঃ আনোয়ার হোসেন সাহেবকে ধানের শীষ এ ভোট দিয়ে জয়যুক্ত কারার আহবান জানালেন সকল জনসাধারণ উদাত্তকণ্ঠ ভোট প্রদানের জন্য আশ্বাসের কথা বলে। এইখানে ডাঃ টিটু মিয়ার বাড়ীতে এক প্রীতিভোজ এর আয়োজন করা হয় এতে স্তরের নেতাকর্মীদের উপস্তিতির এলাকাবাসী অংশগ্রহণ করে, পরিশেষে খালেদা জিয়া, তারেক রহমানকে আগামী নির্বাচনে জয়ী হয়ে রাষ্ট্রের উন্নয়নের ক্ষেত্রে গৌরব উজ্জ্বল ভুমিকা রাখতে সু
স স্থা কামনা করে ডাঃ আনোয়ার হোসেন সাহেবকে ধানের শীষ এ ভোট দিয়ে জয়যুক্ত কারার আহবান জানিয়ে সভার কাজ সমাপ্তি ঘোষণা করেন