রাব্বি সরদার ,(মুন্সীগঞ্জ):
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী বাজারে আসলাম সুইটস এন্ড বেকারিতে মেয়াদ উত্তীর্ণ বিস্কুট ও দধি বিক্রির অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (১২ জুলাই) সকাল ১০টা সময় সোনারং মহিলা মাদ্রাসার এক শিক্ষকের কাছে এই মেয়াদহীন পণ্য বিক্রি করা হয়।
রোববার সকালে ভোক্তা নুরুজ্জামান জানান, আমি গত শনিবার সকাল ১০টা সময় টঙ্গীবাড়ী বাজারে অবস্থিত আসলাম সুইটস এন্ড বেকারি থেকে তাদের বেকারির লোগো যুক্ত প্যাকেটিং করা টোস্ট বিস্কুট ক্রয় করি। এরপর আজকে রবিবার সকালে খাওয়ার সময় দেখি নরম। তখন প্যাকেটে মেয়াদের স্থানে তাকালে দেখতে পাই মেয়াদ আরও ২মাস পূর্বে উত্তীর্ণ হয়েছে। এছাড়াও এর আগে আমি তাদের নিকট থেকে দধি কিনেছিলাম সেটা পঁচা দুর্গন্ধ যুক্ত ছিলো তা ফেলে দিয়েছি, সময় সল্পতার কারণে আসতে পারিনি। আমরা অনেকেই তাদের নিকট থেকে নানা প্রোডাক্ট ক্রয় করি। সকলে তো সচেতন না মেয়াদ সবাই ফলোও করেনা, তারা যদি এভাবেই মেয়াদ উত্তীর্ণ জিনিস বিক্রি করে তাহলে তো গ্রাহকের মারাত্মক ক্ষতি হবে। যা নিরবে শেষ করে দিতে পারে মানুষের প্রাণ।
দোকানের সেলসম্যান মোরসালিন বলেন, অজান্তে তারকাছে মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিক্রি করা হয়েছিল। আজকে তাকে বিস্কুট পরিবর্তন করে দেয়া হয়েছে।
আসলাম সুইটস এন্ড বেকারির মালিক আসলাম হোসেন বলেন, ঐটা আমাদের একটা শোরুম। ম্যানেজার এর মাধ্যমে পরিচালিত হয়। মেয়াদ শেষ হলে পণ্য কারখানায় পাঠানোর কথা। মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করার কথা না, তবে ভুলবশত এমনটি হতে পারে।
এ বিষয়ে জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারি পরিচালক আসিফ আল আজাদ বলেন, যাতে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করতে না পারে সেজন্য আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির লিখিত অভিযোগ পেলে উভয় পক্ষের শুনানির মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।