শওকত আযাদী, (কক্সবাজার):
চকরিয়া উপজেলার বি এম চর ইউনিয়ন এর ২নং ওয়ার্ড এর যুব সমাজের ঐক্যে গড়ে উঠেছে এক সেবামূলক সংগঠন, যার নাম (মুবিন পাড়া যুব মানবিক সংগঠন)তরুণদের এই অকৃত্রিম উদ্যোগ সবাইকে বিমোহিত করেছে।সাক্ষাৎকারে উক্ত সংগঠনের উদ্বেগতা জনাব ইব্রাহিম ও খিজির আহমদ সহ অন্যান্য দায়িত্বশীলরা বলেন,আমরা অন্ধাকারাচ্ছ সমাজকে আলোকিত করতে চাই,অসহায় মানুষদেরকে সহায়তার হাত বাড়িয়ে দিতে চাই।এলাকার অসামাজিক ও অনৈতিক কর্মকান্ডে যারা লিপ্ত আছে তাদেরকে এ মেসেজ দিকে চাই যে,সমাজ পরিবর্তনের যুব সমাজের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ। এবং তারা আরও বলেন,এলাকার রাস্তা-ঘাট,শীতের বস্ত্র,অসহায় বোনের বিয়ের সহায়তা ও রক্ত প্রয়োজন ব্যক্তিদের রক্ত দেওয়াসহ সমাজ উন্নয়নমূলক কাজ করে যাবে বলে ঐক্যের শপথ নিয়ে দূর্বার গতিতে দিগন্ত পানে ছুটে যাওয়া তাদের প্রত্যয়। এ পথচলা যাতে সহজ হয়,এ নিয়ে দেশবাসীর কাছে দোয়াও কামনা করেছেন মুবিন পাড়া যুব মানবিক সংগঠন এর সকল সদস্যবৃন্দরা।