কক্সবাজার প্রতিনিধি :
অবৈধ সিন্ডিকেটের লাইসেন্স নবায়ন ও বাতিলের দাবিতে কক্সবাজার টমটম চালক কল্যাণ সমিতির পক্ষ থেকে জোরালো দাবী জানানো হয়েছে।
আজ রবিবার (১৪ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টায় কক্সবাজার পৌরসভার নতুন বাহারছড়া এলাকায় আয়োজিত এক প্রতিবাদ সভায় এ দাবী উত্থাপন করা হয়।
সভায় বক্তারা বলেন, সঠিক তদন্ত সাপেক্ষে ডাটাবেজভুক্ত প্রকৃত টমটম চালকদের লাইসেন্স নবায়ন নিশ্চিত করতে হবে। একইসাথে অবৈধ সিন্ডিকেটের মাধ্যমে গড়ে ওঠা ভুয়া লাইসেন্সগুলো দ্রুত বাতিল করা জরুরি।
তারা আরও বলেন, নবায়নের এ সময়ে তদন্তপূর্বক প্রকৃত চালকদের যাচাই করে লাইসেন্স প্রদান করতে হবে। পাশাপাশি মোটা অংকের টাকা নিয়ে লাইসেন্স বাণিজ্য বন্ধ করতে হবে এবং অবৈধ সিন্ডিকেটধারী যারা ব্যবসা করছে, তাদের লাইসেন্স যেন কোনোভাবেই নবায়ন না হয়—সেই দাবি জানান তারা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন শ্রমিক নেতা ও কক্সবাজার টমটম চালক কল্যাণ সমিতির সভাপতি আমানুল হক আমান। তিনি বলেন, “টমটম চালকদের রক্ত-ঘামে উপার্জিত অর্থে চলছে পরিবার। অথচ অবৈধ সিন্ডিকেটের কারণে প্রকৃত চালকরা বঞ্চিত হচ্ছেন। আমরা এর সুষ্ঠু সমাধান চাই।”
প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন সমিতির সদস্য আব্দুর করিম সোনা মিয়া, ইব্রাহীম, মোহাম্মদ হারুনুর রশিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় শতাধিক টমটম চালক অংশগ্রহণ করেন। এসময় তারা জানান, ইতোমধ্যে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পৌর প্রশাসক এবং কক্সবাজারের সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজল বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। একইসাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে প্রকৃত চালকদের লাইসেন্স প্রদানের জন্য আকুল আবেদন জানান তারা।