মোঃ আলম বান্দরবান প্রতিনিধি: রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় প্রতিবন্ধী মারমা নারী ও খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ত্রিপুরা কিশোরী কে স্বজাতিকর্তৃক ধর্ষণের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৭ অক্টোবর) সকালে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের আয়োজনে শহরের মুক্তমঞ্চ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক উসকানি ও ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধ কোনো ভাবেই বরদাস্ত করা হবে না। তারা ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানান। এছাড়া স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বক্তারা।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের জেলা শাখার সভাপতি আসিফ ইকবাল, সাধারণ সম্পাদক হাবিব আল মাহমুদ, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, বান্দরবান শাখার সভাপতি মো. আবুল কালামসহ পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।