মোঃ ফরিদ হোসেন গাজীপুর ক্রাইম রিপোর্টার সংবাদ প্রতিবেদন: গাজীপুর-২ (গাজীপুর সদর ও টঙ্গী) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি থেকে ধানের শীষ প্রতীকের সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় রয়েছেন এম মঞ্জুরুল করিম রনি।
দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখা রনি স্থানীয় পর্যায়ে একজন জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত। রাজনৈতিক নিষ্ঠা, সাংগঠনিক দক্ষতা ও তৃণমূলের সঙ্গে গভীর যোগাযোগের কারণে নেতাকর্মীদের আস্থা অর্জন করেছেন তিনি।
নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে তিনি এলাকায় ব্যাপক গণসংযোগ ও সাংগঠনিক প্রস্তুতি শুরু করেছেন। জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে রনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকার আহ্বান জানিয়েছেন।
বিএনপি নেতাকর্মীরা বিশ্বাস করেন, এম মঞ্জুরুল করিম রনি ধানের শীষের প্রকৃত কান্ডারী হিসেবে গাজীপুর-২ আসনে সরকারবিরোধী আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।