মোঃ ফরিদ হোসেন ক্রাইম রিপোর্টার: ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক দিনদিন পরিণত হচ্ছে মৃত্যু ফাঁদে। প্রায় প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা, ঝরছে নিরীহ মানুষের প্রাণ। আজ শনিবার (০৮ নভেম্বর ২০২৫) সকালে মহাসড়কের গাজীপুর অংশে ঘটে যাওয়া এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ভাওরাইদ গ্রামের এক তরুণ। রাস্তা পারাপার হওয়ার সময় গটে এই গঠনা…
নিহত ব্যক্তির নাম সোহাগ (বড় ছেলে, গফুর মোক্তার)। তিনি গাজীপুর মহানগরের ভাওরাইদ গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে সোহাগ রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক তাঁকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও স্বজনরা জানিয়েছেন,
> “আমরা একজন পরিশ্রমী, ভদ্র, হাসিখুশি মানুষকে হারালাম। এ ক্ষতি অপূরণীয়।”
স্থানীয়রা অভিযোগ করেছেন, মহাসড়কে গতিসীমা অমান্য ও বেপরোয়া বাসচালনা দুর্ঘটনার মূল কারণ। তারা দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
সোহাগের মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।