কক্সবাজার থেকে আল আমিন স্টাফ রিপোর্টার: কক্সবাজার পৌরসভার কলাতলী সড়কে রোববার সকালে ঝটিকা মিছিল করেছে যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কিছু নেতা–কর্মী। সকাল সোয়া ৯টার দিকে হাঙর ভাস্কর্য মোড়ের কাছে এই মিছিলটি হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, ৫০ থেকে ৬০ জন নেতা–কর্মী ব্যানার হাতে হঠাৎ করে সড়কে নামেন এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার বন্ধের দাবিতে স্লোগান দেন। কিছু সময় মিছিল চালিয়ে তারা দ্রুত সটকে পড়েন।
এ ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে, যা নিয়ে স্থানীয়ভাবে আলোচনা শুরু হয়েছে।
জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস বলেন, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি আরও জানান, সকালে সড়ক ফাঁকা থাকায় সুযোগ বুঝে এই ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়।
কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক মো. ফারুক হোসেন জানান, অংশগ্রহণকারীদের ধরতে অভিযান চলছে, তবে বেলা একটা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।