তাজুল ইসলাম সোনাইমুড়ী নোয়াখালী প্রতিনিধি:
চাটখিলে জামায়াতের এমপি প্রার্থীর গণসংযোগে যুবদলের হামলার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার ১৩ (নভেম্বর) নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের ইটপুকুরিয়া গ্রামে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়,জামায়াতের মনোনীত এমপি পার্থীর গণসংযোগ চলাকালীন যুবদল হামলা করে এতে
এতে উভয় পক্ষের ৬ ( ছয়) জন আহত হয়েছে বলে খবর পাওয়া যায়।
হামলার প্রতিবাদে জামায়াতের নেতা কর্মীরা চাটখিল পৌর বাজারে বিক্ষোভ মিছিল করে
পরে একই এলাকার বিএনপির ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীর পাল্টা বিক্ষোভ মিছিল করেন, এতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
চাটখিল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হনিফ দাবি করেন, ইটপুকুরিয়া গ্রামের মসজিদে জামায়াত নেতারা ভোট চাইতে গিয়ে ধর্মের দোহাই দিয়ে মানুষকে বিভ্রান্তি করছে এতে স্থানীয় এক মুরুব্বি আপত্তি জানালে এ নিয়ে তর্কবিতর্ক হতে থাকলে সময়ের সাথে সাথে লোকজন জড়ো হতে থাকে এবং জামায়াতের নেতাকর্মীরা আমাদের ছাত্রদল-যুবদলের পাঁচজন কে আহত করে।
পরে চাটখিল বাজারে এসে উল্টো বিক্ষোভ করে এবং বিএনপির বিরুদ্ধে কুৎসা প্রচার করে। আমরা পালটা বিক্ষোভ করেছি। পবিত্র মসজিদে নির্বাচনী জনসংযোগ করাকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।
চাটখিল উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা ওমর ফারুক বলেন, যুবদলের নেতারা আমাদের শান্তিপূর্ণ গণসংযোগে অকারণে হামলা চালিয়েছে। প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, পরবর্তী পরিস্থিতির দায় প্রশাসনকেই নিতে হবে।
চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দীন বলেন, একজন প্রার্থীর নির্বাচনী গণসংযোগে হামলার অভিযোগ মৌখিকভাবে পেয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।