প্রতিবেদক: মোঃ ফরিদ হোসেন, স্টাফ রিপোর্টার
আজ শনিবার (১৫ নভেম্বর, ২০২৫) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের উদ্যোগে আয়োজিত ‘আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে’ লাখো মানুষের সমাগম লক্ষ্য করা গেছে। ভোর থেকেই আলেম-ওলামা, শিক্ষার্থী ও সাধারণ ধর্মপ্রাণ মুসলমানরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সম্মেলনে যোগ দিতে আসা শুরু করেন।
মহাসম্মেলনের মূল উদ্দেশ্য হলো খতমে নবুওয়তের পবিত্র আকিদা রক্ষা এবং বিশ্বব্যাপী মুসলিম উম্মাহর ঐক্য সুসংহত করা। এছাড়া কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি এই সম্মেলনের প্রধান এজেন্ডা হিসেবে সামনে এসেছে।
উপস্থিত আন্তর্জাতিক অতিথি-
বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, ভারত, মিসরসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে শীর্ষস্থানীয় আলেম-ওলামা ও ইসলামী চিন্তাবিদরা এতে অংশ নিচ্ছেন। উল্লেখযোগ্য অংশগ্রহণকারীরা হলেন—
জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান জমিয়তে উলামায়ে হিন্দের (ভারত) সভাপতি মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানি বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের মহাসচিব মাওলানা হানিফ জালন্দরি মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শায়খ মুসআব নাবীল ইবরাহিম
সম্মেলনের সময়সূচি
মহাসম্মেলন সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে দুপুর পর্যন্ত চলবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আহ্বায়ক ও খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির মাওলানা আবদুল হামিদ (পীর সাহেব, মধুপুর)।
নিরাপত্তা ও শৃঙ্খলা
মহাসম্মেলনকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সড়কে শৃঙ্খলা রক্ষায় খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের স্বেচ্ছাসেবকরা সহায়তা করছেন।