নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
জমকালো আয়োজনে আলোকিত সাহিত্য সংঘ মানিকগঞ্জের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ২১ ডিসেম্বর বিশ্ব মেডিটেশন দিবস ‘মন ভালো তো সব ভালো’ হরিরামপুরে ইব্রাহিমপুর ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ঐতিহাসিক শতবর্ষ উদযাপন আগৈলঝারা উপজেলাতে আন্তরর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ পালিত পটুয়াখালী-২ (বাউফল) আসনে বিএনপির অভ্যন্তরীণ সংকটে এগিয়ে জামায়াতের ড. শফিকুল ইসলাম মাসুদ পটুয়াখালী-২ আসন বাউফলে মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল! আগৈলঝারা উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে বিভিন্ন পেশার মানুষের মাঝে গেঞ্জি বিতরণ কর্মসূচি মানিকগঞ্জে ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়িতে জমকালো আয়োজনে যাত্রা শুরু করলো ‘নতুন বাংলাদেশ প্রেসক্লাব’ আন্তর্জাতিক ৩৪ তম প্রতিবন্ধী দিবস, ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আগৈলঝারা উপজেলাতে র‍্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জে বিশ্ব এইডস দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভানুষ্ঠান

লিবিয়ার গুলিতে মাদারীপুরের তিন যুবকের মৃত্যু

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১২৭ বার পঠিত

আসাদ ফকির: এবার লিবিয়ায় মাফিয়াদের গুলিতে মারা গেল তিন বাংলাদেশি। অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় ইঞ্জিনচালিত নৌকায় গুলি করলে প্রাণ হারায় মাদারীপুরের ইমরান, মুন্না আর বায়জিত। তাদের মৃত্যুতে পরিবারে চলছে মাতম।

দালালদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের কথা জানিয়েছে পুলিশ।

 

স্বজনরা জানায়, একটু ভাল থাকতে অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার উদ্দেশ্যে গত ৮ অক্টোবর বাড়ি ছাড়েন। মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের আদিত্যপুর গ্রামের হাজী মো. তৈয়ব আলী খানের ছেলে ইমরান খান। সরাসরি ইতালি পৌঁছে দিবে এমন শর্তে প্রতিবেশি ও মানবপাচা রচক্রের সদস্য শিপন খানের সাথে চুক্তি হয় ২২ লাখ টাকায়।

কিন্তু ইমরানকে লিবিয়া আটকে নির্যাতন করে পরিবার থেকে আরো ১৮ লাখ টাকা আদায় করা হয়।

 

শেষমেষ পহেলা নভেম্বর লিবিয়া থেকে ইঞ্জিনচালিত নৌকায় ইতালির উদ্দেশ্যে যাত্রা করলে ভুমধ্যসাগরে মাফিয়ার গুলিতে মারা যায় ইমরান।

পরে মঙ্গলবার ইমারনের মৃত্যুর খবর পায় পরিবার।

শুধু ইমরান নয়, একইভাবে মাফিয়াদের গুলিতে ওইদিন মারা যায় রাজৈর উপজেলার দুর্গাবদ্দী গ্রামের ইমারাত তালুকদারের ছেলে মুন্না তালুকদার, একই উপজেলার ঘোষলাকান্দি গ্রামের কুদ্দুস শেখের ছেলে বায়েজিত শেখ।

 

তিনযুবকের মৃত্যুর পর লাশ ফেলে দেয়া হয় সাগরে। এমন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না স্বজনরা। ঘটনা জানাজানি হলে ঘরে তালা ঝুলিয়ে লাপাত্তা দালা লক্রের পরিবারের লোকজন। তবে,দালাল শিপনের স্বজনদের দাবি,এই ঘটনায় জড়িত নন শিপন।জোর করে কারই পাসপোর্ট নেয়নি শিপন।

 

অভিযোগ আছে, কয়েক বছর ধরে লিবিয়ায় অবস্থান করছে শিপন।এর পর আত্মীয়-স্বজনরদের মাধ্যমে এলাকার যুবকদের খুব সহজে ইতালি নেয়ার প্রলোভন দেয় সে।এর আগেও মৃত্যুর মত এমন ঘটনা হলেও ধরাছোঁয়ার বাইরে অভিযুক্ত।

 

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, লিবিয়ায় গুলিতে তিন যুবকের মৃত্যুর খবর বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। এই ঘটনায় নিহতের পরিবার থানায় লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। দালালদের কোনপ্রকারেই ছাড় দেয়া হবে না।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.