শিবালয় থেকে ফিরে নাহিদ হোসেন:- মনির বিশেষ সাক্ষাৎকারে বলেন,আমি ২০১৪ সাল থেকে পথ চলা ২০২৪ সালে স্বপ্ন পূরণ। দীর্ঘ ১০ বছর ত্যাগ তিতিক্ষা ও পরিশ্রমের মাধ্যমে আমি আমার সাফল্য অর্জন করেছি পড়াশোনা ডিগ্রি কমপ্লিট করেছি তবে কোন চাকরির আবেদন করেনি শুধু নিজে কিছু করবো বলে তাই ইউটিউবে সময় দেই, দিনে এডিট করি রাতে ভিডিও কন্টেন্ট তৈরী করি, ইউটিউবের অর্থ দিয়ে বাড়ির বিল্ডিং এর কাজ ধরি ও একটি dji mini 4pro ড্রোন কিনি, আমি যখন কন্টেন্ট তৈরী করতাম তখন অনেকেই আমাকে নিয়ে ব্যাংগ্য করতো, তবুও থেমে থাকিনি স্বপ্নের পিছনে ছুটেছি, অনেকে কাছে গিয়েছি শেখার জন্য, অনেকেই শিখিয়েছে, অনেকেই ঠকিয়েছে, তবে যারা আমায় নিয়ে হাসাহাসি পিছনে বদনাম করতো তারাই আজ আমার কাছ থেকে কিছু ব্যাক্তি ইউটিউব ফেসবুক থেকে সাজেশন নেয় আমি যতটুকু জানি সবার মাঝে বিলিয়ে দেই, আমি বিশ্বাস করি রিজিকের মালিক মহান আল্লাহ। তাই আমি সকলকে বলতে চাই ইউটিউব থেকে সফলতা পেতে লেগে থাকতে হবে।বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি বড় ভাই দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক কর্ণধার মানিকগঞ্জ জেলার রিপোর্টার্স ইউনিটির যুগ্মসাধারণ সম্পাদক জুবায়ের হোসেন এলএলবি ও মানিকগঞ্জ ক্রাইম নিউজ এর সম্পাদক বিটিভির প্রোগ্রামার জাহাঙ্গীর আলম সেন্টু ভাইয়ের প্রতি এই দুই ভাইয়ের প্রেরণা উৎসাহতে আজকে আমার এই অবস্থান সর্বোপরি মা-বাবার দোয়া তো রয়েছে সবার আগে এবং স্ত্রীর প্রেরণায় সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ।