মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
আলীকদম বান্দরবান প্রতিনিধি
গত ২৯ নভেম্বর ২০২৫ তারিখ রাতে বান্দরবান জেলার আলীকদম উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের খুইল্লামিয়া পাড়ায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে আলীকদম সেনা জোন।
গোয়েন্দা সূত্রে জানা যায়, আলীকদম প্রেস ক্লাবের সভাপতি মোঃ মমতাজ উদ্দিন এর ছোট ভাই রুহুল আমিন (৩৮) আনুমানিক ১০,০০০ পিস ইয়াবা বিক্রির প্রস্তুতি নিচ্ছে। এমতাবস্থায়, আলীকদম জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন ফাহিম মুনতাসির এর নেতৃত্বে গত ২৯ অক্টোবর ২০২৫ তারিখ আনুমানিক ০০১০ ঘটিকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে রুহুল আমিনকে আনুমানিক ৪,০০০ পিস ইয়াবা (আনুমানিক মূল্য ১২,০০,০০০.০০ টাকা) সহ নিজ বাসার আঙ্গিনা থেকে গ্রেফতার করা হয়। এসময় মমতাজ উদ্দিন বাসায় উপস্থিত ছিলেন বলে জানা যায়, তবে আইন শৃংখলা বাহিনীর উপস্থিতি দেখে তিনি পালিয়ে যান।
পরবর্তীতে রুহুল আমিনকে ইয়াবাসহ আলীকদম থানায় হস্তান্তর করা হয়। পুলিশের তথ্যমতে জানা যায়, রুহুল আমিন ইতোপূর্বেও বিভিন্ন ধরণের মাদক ব্যবসা ও মানব পাচারের সাথে জড়িত এবং তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।
আটককৃত ব্যক্তির পরিচয়
নাম: রুহুল আমিন (৩৮), পিতা: আব্দুর রহিম
গ্রাম: খুইল্লামিয়া পাড়া, ওয়ার্ড: ০২
উপজেলা: আলীকদম, জেলা: বান্দরবান
মোবাইল: ০১৮৬৩১১২৪২১
এলাকায় উক্ত বিষয়টি নিয়ে থমথমে পরিলক্ষিত বিরাজ করছে। এছাড়াও মমতাজ উদ্দিনের মত একজন সাংবাদিকের বাসা থেকে মাদক উদ্ধার এবং তার ছত্রছায়ায় তারই ছোট ভাই এধরণের অপরাধের সাথে জড়িত থাকায় বিষয়টি অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। এছাড়াও এলাকাবাসীর নিকট হতে জানা যায়, সাংবাদিক মমতাজ উদ্দিন একক ক্ষমতার বলে আধিপত্য বিস্তার করে যাচ্ছে। এলাকাবাসী এই ধরনের মাদক ও মানব পাচারকারীদের ব্যাপারে যৌথ বাহিনীকে আরো কঠোর ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করছেন।
আলীকদম জোন মাদক ও অস্ত্র চোরাচালানের ব্যাপারে জোরালো পদক্ষেপ গ্রহণ করেছে। স্থানীয় জনগণ মনে করেন, মাদক নির্মূলে আলীকদম সেনা জোনের এ ধরনের সফল অভিযান এলাকায় স্বস্তি ও আস্থার পরিবেশ তৈরি করেছে। ভবিষ্যতেও এ ধরণের অপরাধের সাথে জড়িত সকলকে আইনের আওতায় নিয়ে আসায় সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে।