নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
জমকালো আয়োজনে আলোকিত সাহিত্য সংঘ মানিকগঞ্জের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ২১ ডিসেম্বর বিশ্ব মেডিটেশন দিবস ‘মন ভালো তো সব ভালো’ হরিরামপুরে ইব্রাহিমপুর ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ঐতিহাসিক শতবর্ষ উদযাপন আগৈলঝারা উপজেলাতে আন্তরর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ পালিত পটুয়াখালী-২ (বাউফল) আসনে বিএনপির অভ্যন্তরীণ সংকটে এগিয়ে জামায়াতের ড. শফিকুল ইসলাম মাসুদ পটুয়াখালী-২ আসন বাউফলে মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল! আগৈলঝারা উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে বিভিন্ন পেশার মানুষের মাঝে গেঞ্জি বিতরণ কর্মসূচি মানিকগঞ্জে ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়িতে জমকালো আয়োজনে যাত্রা শুরু করলো ‘নতুন বাংলাদেশ প্রেসক্লাব’ আন্তর্জাতিক ৩৪ তম প্রতিবন্ধী দিবস, ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আগৈলঝারা উপজেলাতে র‍্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জে বিশ্ব এইডস দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভানুষ্ঠান

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ও মেডিস্ক্যান কিশোরগঞ্জ-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর সম্পন্ন

  • আপডেট সময় বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৯৭ বার পঠিত

সুজন চন্দ্র দাস, স্টাফ রিপোর্টার কিশোরগঞ্জ: সোমরার কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা চুক্তি (MoU) স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় এবং মেডিস্ক্যান কিশোরগঞ্জ ভবিষ্যতে স্বাস্থ্যসেবাভিত্তিক বিভিন্ন সহযোগিতামূলক কার্যক্রম যৌথভাবে পরিচালনা করবে।

উপাচার্যের কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মাননীয় উপাচার্য অধ্যাপক ড. দিলীপ কুমার বড়ুয়া, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন দপ্তরের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং প্রশাসনিক কর্মকর্তারা। মেডিস্ক্যান কিশোরগঞ্জের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।

উপাচার্যের অনুমোদনে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব নায়লা ইয়াসমিন চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা চুক্তি স্বাক্ষর সম্পন্ন করেন এবং পারস্পরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

চুক্তির আওতায় কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ মেডিস্ক্যান কিশোরগঞ্জের সকল শাখায় নির্ধারিত হারে ছাড়ে বিভিন্ন স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন। এই সুবিধা অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

চুক্তি স্বাক্ষর উপলক্ষে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. দিলীপ কুমার বড়ুয়া বলেন,
“এই সমঝোতা স্মারকটি আমাদের বৃহত্তর বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় পদক্ষেপ। স্বাস্থ্যসেবা প্রাপ্তি আরও সহজলভ্য ও সাশ্রয়ী হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা আরও অনুপ্রাণিত হবেন এবং নিজেদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ মনোযোগ দিতে পারবেন। মেডিস্ক্যানের মতো একটি স্বনামধন্য স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে এই মঙ্গলজনক অংশীদারিত্বকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই।”

মেডিস্ক্যান কিশোরগঞ্জ-এর পরিচালক (প্রশাসন ও অর্থ) বলেন,
“কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের মতো একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের সাথে এমন একটি জনহিতকর ও কল্যাণকর চুক্তি স্বাক্ষর করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের গুণগত মানসম্পন্ন স্বাস্থ্যসেবা কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের উপকারে আসবে এবং এই ফলপ্রসূ সহযোগিতা ভবিষ্যতে আরও ব্যাপক ও বিস্তৃত হবে।”

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ সদর মডেল থানার পাশে অবস্থিত মেডিস্ক্যান শাখার কাউন্টার। বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড প্রদর্শনের মাধ্যমে এ সুবিধা গ্রহণ করতে পারবেন।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.