উপজেলা প্রতিনিধি (মোঃ সুমন মিয়া): আজ ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আগৈলঝারা উপজেলা দুর্নীতি বিরোধী কমিটির যৌথ উদ্যোগে আগৈলঝারা উপজেলা চত্বরে পালিত হয় মানববন্ধন।
মানববন্ধন সফল করার লক্ষ্যে উপস্থিত ছিলেন, জনাব লিখন বণিক, উপজেলা নির্বাহী অফিসার।সাবেক উপজেলা চেয়ারম্যান বর্তমান বি,এস,পি একাডেমীর প্রধান শিক্ষক বাবু যতীন্দ্রনাথ মিস্ত্রি।জনাব ফারহানা আক্তার আহ্বায়ক মহিলা জাতীয়বাদী দল বি,এন,পি আগৈলঝাড়া উপজেলা, সাধারণ সম্পাদক আগৈলঝারা মাধ্যমিক শিক্ষক সমিতি (কামরুল জামান গ্রুপ)। জনাব আখতার হোসেন চেয়ারম্যান আগৈলঝারা উপজেলা বি আর,ডি,বি। জনাব মোঃ সরোয়ার হোসেন প্রতিষ্ঠাতা, উপজেলা রিপোর্টার্স ইউনিটি,সভাপতি আগৈলঝারা বাজার কমিটি। সম্মানিত বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকগণ। সুশীল সমাজ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিশিষ্ট রাজনীতিবিদগণ।