মানিকগঞ্জ থেকে ফিরে জুবায়ের হোসেন যাদু ও তাজরুবা করিম:- গতকাল জয়নগর নিজস্ব কালচারাল সেন্টার এ কবি সাহিত্যিকদের মিলনমেলায় সাহিত্য সংঘ মানিকগঞ্জ এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী, মূল স্লোগান ছিল সাহিত্য রসে সিক্ত হোক ধরা” এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগঠক মহীয়সী নারী ডক্টর যোসেফ মেমোরিয়াল হাসপাতালের সম্মানিত চেয়ারম্যান রুবাইয়া তৃণা।
আলোকিত সাহিত্য সংঘ র সম্মানিত সভাপতি জনাব হাবিল উদ্দীন প্রধান উপদেষ্টা মানিকগঞ্জ সংবাদপত্র মালিক কল্যাণ সমিতি ও রিপোর্টার্স ইউনিটি ,পরিচালক ডিডিপি টেলিভিশন। মোঃ আলাউদ্দিন রায়হান দৈনিক দেশ প্রতিদিনের সম্পাদক প্রকাশক , বিশিষ্ট ক্রীড়া সংগঠক এন পি আই ইউনিভার্সিটির পরিচালক ইঞ্জিনিয়ার ডক্টর ফারুক হোসেন , জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত কবি, সাহিত্যিক, শিক্ষক, শিল্পী ,ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ এবং সাহিত্য সংস্কৃতিমনা সুধীজন।
সবার উপস্থিতিতে স্বরচিত কবিতা আবৃত্তি, গান,নৃত্য ও সাহিত্য নিয়ে আলোচনায় প্রানবন্ত ও সমৃদ্ধ হয়ে উঠেছিলো আজকের আয়োজন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন গুনিমান উপস্থাপক
কল্পনা সুলতানা ও এস এম রাব্বি।