সাইফুল ইসলাম তুহিন স্টাফ রিপোর্টার—
বন্যার পরবর্তী সময় কৃষকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। বন্যার পানি নেমে গিয়ে ফসল চাষ উপযোগি ভূমি দেখে কৃষক নতুন ফসল ফলানোর স্বপ্ন দেখে । সেই স্বপ্ন বাস্তবায়নে কৃষকদের সহায়তা হাত বাড়িয়েছে সিটি ইউনিভার্সিটির কৃষি অনুষদ এর সকল শিক্ষার্থীবৃন্দ । বন্যার পরবর্তী সংকট নিরসনে চট্রগ্রামের মিরসরাই উপজেলার হাইতকান্দি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে City University Agricultural Society – CUAS -এর উদ্যোগে “কৃষকের তরে সকলে আমরা” প্রজেক্টের আওতায় ধানের বীজ বিতরণ পরবর্তী বিনামূল্যে সার এবং বালাইনাশক বিতরণ করা হয়। গতকাল (২৪ই সেপ্টেম্বর) রোজ মঙ্গলবার মিরসরাই উপজেলার ১৪নং হাইতকান্দি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। কৃষকপ্রতি ২৩ কেজি ইউরিয়া, এমওপি, ডিএপি, জিপসামসহ সর্বমোট ২০০ কেজি সার এবং প্রয়োজনীয় বালাইনাশক বিতরণ করা হয়েছে।
কৃষকরা বলেন,দেশের সংকট সময়ে এবং বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছি। আমাদের এই অবস্থায় ফসল ফলানোর মত কোনো পুঁজি না থাকায় কোনো ব্যবস্থা করতে পারিনি। আমাদের কষ্ট দেখে এগিয়ে আসছে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।
আমরা তাদেরকে এই ভাবে পাশে পাবো কখনও মনে করিনি। আল্লাহ তাদের সুখে রাখুক। শিক্ষার্থীদের মহত উদ্যেগ দেখে খুশি হয়েছে ঐ এলাকার বাসিন্দারা।
উক্ত সার এবং বালাইনাশক বিতরণ কার্যক্রমে সিটি ইউনিভার্সিটি এগ্রিকালচারাল সোসাইটির সভাপতি অভিত বড়ুয়া, ১৪ নং হাইতকান্দি ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা লিপিকা বড়ুয়াসহ উক্ত ইউনিয়নের কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।