স্টাফ রিপোর্টার, আব্দুল আলীম ইমতিয়াজ: (সুনামগঞ্জ)
আগামী ২৫ -২৬ সেশনের জন্য তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
৩০ শে (নভেম্বর) শনিবার তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কার্যালয়ে সেটিং প্রোগ্রাম সম্পন্ন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী তাহিরপুর উপজেলা আমীর অধ্যাপক রুকন উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার জামায়তের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আনোয়ার উদ্দিন।
উক্ত সেটিং প্রোগ্রাম মাওলানা মোস্তফা কামালের সভাপতিত্বে ও মাওলানা হাবিবুর রহমানের সঞ্চালনায় সম্পন্ন করা হয় ।
গত ১৪( নভেম্বর) উত্তর শ্রীপুর ইউনিয়নের আমীর নির্বাচিত হন মাওলানা মোস্তফা কামাল ,
সেক্রেটারি হিসেবে মনোনীত হন হাবিবুর রহমান।
৩০ শে নভেম্বর পূর্ণাঙ্গ কমিটি গঠন করে এসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে ক্বারী ডা:আল আমিন ,বায়তুলমাল সেক্রেটারি হাবিবুর রহমান হাবিব ,প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাওলানা হাবিবুর রহমান ,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সোহরাব হোসেন,অফিস বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, প্রকাশনা ও পাঠাগার বিষয়ক সম্পাদক কারী ইব্রাহিম খলিল, প্রচার ও তথ্য বিষয়ক সম্পাদক কারী রফিকুল ইসলাম কে নির্বাচিত করা হয়।
সূরা সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মাওলানা হাবিবুর রহমান, ক্বারী আল আমিন, হাবিবুর রহমান হাবিব, সোহরাব হোসেন ,আনোয়ার হোসেন, রফিকুল ইসলাম, ইব্রাহিম খলিল ,ফখরুল ইসলাম।
প্রধান অতিথি নবনির্বাচিত কমিটিকে উদ্দেশ্য করে বলেন আমরা জুলাই /আগস্ট এর গণবিপ্লব মাধ্যমে একটি বিজয় পেয়েছি কিন্তু চূড়ান্ত বিজয় আমাদের পেতে হলে দ্বীনের দায়িত্ব সঠিকভাবে আঞ্জাম দিতে হবে।