স্টাফ রিপোর্টার, মনিরুজ্জামান মিন্টু, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা
গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়ন বিএনপির সভাপতি আজহারুল ইসলাম (আজহার মেম্বার) এর বিরুদ্ধে গত ১৪/১১/২৪ইং দৈনিক সমকাল,পএিকায় ” রাতের আধারে ধান কাটলো কারা” শিরোনাম এবং গত ২২/১১/২৪ ইং সামাজিক যোগাযোগ মাধ্যমে Md Maksud Rahman এর ফেজবুক আইডি থেকে “সাপমারা ইউনিয়ন বি এন পি সভাপতি আজাহার মেম্বার এর কর্মকান্ড ” শিরোনামের সংবাদের বিরুদ্ধে মিথ্যা ভুল তথ্য দিয়ে বিভ্রান্তি মুলক সংবাদ প্রকাশ করায় মানহানীর প্রতিবাদে বিচার চেয়ে এলাকাবাসী ও আজাহা মেম্বারের উদ্দোগে সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়েছে।গত ১লা ডিসেম্বর ২৪ইং রোজ রবিবার সকালে কাটা মোড়ে এ সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়।