স্টাফ রিপোর্টার, দিদার উদ্দিন, হাতিয়া, নোয়াখালী
নোয়াখালী হাতিয়া তমরদ্দি ইউনিয়নের পশ্চিমে চর আতাউরে পাশে প্রায় (৫০) মণ ওজনের একটি তিমি মাছ ধরা পড়ে।
তথ্যসূত্রে জানা যায় জোয়ারের সময় সাগর থেকে মাছটি এই নদীতে এসে যখন নদী থেকে বাটার স্রোতে পানি কমে যায় তখন তিমি মাছটি আটকা পড়ে স্থানীয় লোকজন চেষ্টা করতেছেন মাছটিকে নদীতে ছেড়ে দেওয়ার জন্য ।