মৌলভীবাজার মোঃ সোহানুর রহমান সোহান —
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন প্রায় তিন শতাধিক রোগী।
বুধবার (২৫ সেপ্টেম্বর) উপজেলার শংকর সেনা এলাকার নির্মাই শিববাড়ি প্রাঙ্গনে মহাদেব সেবক সংঘের আয়োজনে ও মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় এই চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।
নির্মাই শিববাড়ির সেবায়েত ও মহাদেব সেবক সংঘের প্রধান উপদেষ্টা ডা. সত্যকাম চক্রবর্তীর সভাপতিত্বে চক্ষু শিবির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার সদ্য সাবেক মেয়র মো. মহসিন মিয়া মধু।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী, শ্রীমঙ্গল পৌরসভার কাউন্সিলর আব্দুল জব্বার আজাদ, মহাদেব সেবক সংঘের উপদেষ্টা গৌতম সেন, সভাপতি জয়ন্ত কুমার দেবনাথ, সাধারণ সম্পাদক অজয় কুমার শর্মা প্রমুখ।
চক্ষু শিবিরের সার্বিক তত্বাবধানে থাকা ডা. সত্যকাম চক্রবর্তী বলেন, নির্মাই শিববাড়িতে এক বছর আগেও আমরা চক্ষু শিবিরের আয়োজন করেছিলাম। আজ আবার করলাম। এখানে বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসক মেহজাবিন শান্তা, আব্দুল মান্নান, অঞ্জন রায়, ডা. আব্দুল বাতেন রোগীদের চিকিতসা প্রদান করেছেন। দুপুর আড়াইটা পর্যন্ত ২৮ জনকে পাওয়া গেছে যাদের চোখে অপারেশন প্রয়োজন। এই ২৮ জনকে অপারেশন এর জন্য মৌলভীবাজার চক্ষু হাসপাতালে নেয়া হয়েছে, যাদের চশমা ও ওষুধ প্রয়োজন তাদের বিনামূল্যে সেগুলো বিতরণ করা হয়েছে।