মোঃ ফাহিম চৌধুরী (ক্রাইম রিপোর্টার) আশুলিয়া, সাভার, ঢাকা
আশুলিয়ায় চুরি হওয়া নবজাতক শিশুকে ২ দিন পর উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। এ ঘটনায় এক দম্পতিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক।
আটক হওয়া দম্পতি হলেন রংপুরের মিঠাপুকুর থানার বলদিপুকুর কোনাপাড়া এলাকার রিজু মিয়া ও তার স্ত্রী আনোয়ারা বেগম।
পুলিশ জানায়, গত মঙ্গলবার শিশুটির বাবা-মা অভিযোগ করেন, তাদের ৩৭ দিনের শিশু চুরি হয়ে গেছে। আশুলিয়ার চালাপাড়া এলাকায় ভাড়া বাসার সামনে আরেকটি শিশুর কোলে ছিল আতিকুর। এ সময় আনোয়ারা বেগম কৌশলে ওই শিশুর কোল থেকে আতিকুরকে নিয়ে পালিয়ে যান। পরে শিশুটিকে উদ্ধারে অভিযানে নামে পুলিশ।পোশাক কারখানা পরিচয়পত্রের সূত্র ধরে পোশাককারখানায় যায় পুলিশ। পরে সেখান থেকে তার জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে এবং অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে পুলিশ।
এ সময় অভিযুক্ত আনোয়ারা বেগম ও তার স্বামীকে আটক করা হয়।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক বলেন, ‘আটক হওয়া দম্পতির নামে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’