স্টাফ রিপোর্টার মোঃ ওসমান গনি, শেরপুর, দৈনিক দেশ প্রতিদিন
বৃহস্পতিবার শুক্রবার শনিবার তিন দিন কুরআন ও হাদিসের আলোচনায় মুগ্ধ শেরপুর জেলার তাবলীগ জামায়াত মানুষ।
শেরপুর জেলা ইজতেমা শেখহাটি শেরপুর তাবলীগ জামাত মূল হাজার হাজার মানুষের কুরআন ও হাদিসের আলোচনায় শেরপুর জেলার সকল মুসল্লিগণ।
নিজামুদ্দিন বিশ্ব মারকাজ অনুসারী শেরপুর জেলার তাবলীগ জামাত বাংলাদেশের মূলধারার সাথীদের নিয়ে আয়োজন করেন শেরপুর জেলা ইজতেমা। তাবলীগের বিশ্ব আমীর হরযত মাওলানা সাদ সাব যেন বাংলাদেশে আসে এ বিষয় নিয়ে আলোচনা করেন তাবলীগ জামাতের আমির গন। বিগত সাত বছর আমরা কুরআন হাদিসের আলোকে উনার মূল বক্তব্য শোনা থেকে বঞ্চিত হচ্ছি। অথচ তিনি ইতি পূর্বে বিশ্ব ইজতেমার প্রধান বক্তা ছিলেন এবং আখেরি মুনাজাত পরিচালনা করতেন। তিনি বাধাহীন ভাবে সারা বিশ্বের তাবলীগের কাজে সফর করেছেন।
শেরপুর জেলা ইজতেমা বৃহস্পতিবার শুক্রবার শনিবার কুরআন ও হাদিসের আলোচনায় মুগ্ধ থাকবে। শেরপুর জেলার মানুষ। শনিবার দিন আখেরি মোনাজাত।