আব্দুল আলীম ইমতিয়াজ: স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ)
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলা সদরে শতবছরের ঐতিহ্য বাংলাদেশের সর্ব উচ্চ বিসিএস ক্যাডার দারী সর্বউচ্চ পদবীর চাকরী জীবি,ডাক্তার মেডিকেল অফিসার্ বাংলাদেশের হিসাবের শিল্পপতি, শিক্ষক জ্ঞানী গুনী সুশীল সমাজের লোকজনের জন্মস্থান খ্যাত হওয়ার পর তেলিয়া গ্রাম সুরমা নদীর ভাঙ্গনে কবলে পড়ে বিলীন প্রায় ইদানিং ভাঙ্গন রুদে অল্প কিছু কাজ আসলে ও সুবিধা ভোগিরা সন্দিহান পূর্বের মত তাহুরা করে দার কাজ করে চলে তখন আমরা ক্ষতির সম্মুখীন রয়েই গেলাম। যথা যত কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষনের জন্য, সাধারন জন সাধারনের আকুল আবেদন।