তাজুল ইসলাম স্টাফ রিপোর্টার, সিলেট
সিলেট জেলা যুবদলের সহসভাপতি গোলাম কিবরিয়া সাত্তারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) রাত ৮টায় গোয়াইনঘাট উপজেলার একটি অভিজাত হোটেল এন্ড রেস্টুরেন্টে, বাংলাদেশ জাতীয়তাবাদী শহীদ জিয়া পরিষদ গোয়াইনঘাট উপজেলা ও সালেহ আহমদ এর পক্ষ থেকে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গোয়াইনঘাট উপজেলার শহীদ জিয়া পরিষদ’র সভাপতি আলীম উদ্দিন’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাহেদ উদ্দিন হাসান’র সঞ্চালনায়, সংবর্ধনা অনুষ্ঠানে, সিলেট জেলা যুবদলের সহ-সভাপতি গোলাম কিবরিয়া সাত্তার প্রধান অতিথির বক্তব্য বলেন, দীর্ঘ১৫ বছরের স্বৈরশাসনের পর আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। দল আমাকে মূল্যায়ন করেছে এ জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। অতীতের মতো সিলেট জেলা যুবদল বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের প্রতিটি নির্দেশ পালনে প্রাণপণ লড়ে যাবে। এছাড়া জেলা যুবদল হবে সিলেটবাসীর নির্ভরতার জায়গা।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সদস্য ও গোয়াইনঘাট বাজার কমিটির সভাপতি জিল্লুর রহমান, গোয়াইনঘাট উপজেলার বিএনপি সদস্য সিরাজ উদ্দিন, জালাল উদ্দীন, সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান আসাদ, গোয়াইনঘাট উপজেলা যুবদল সদস্য, আলীম উদ্দিন, আব্দুল মান্নান।
এসময় উপস্থিত ছিলেন , বিএনপি নেতা জসিম উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা যুবদল সদস্য, আব্দুর রহমান, জাসাস গোয়াইনঘাট উপজেলা বদরুল আলম বদর, গোয়াইনঘাট উপজেলা সেচ্ছাসেবকদল সদস্য জাহাঙ্গীর আলম, গোয়াইনঘাট উপজেলা ৪নং লেঙ্গুরা ইউপি আহবায়ক এবাদুর রহমান, ১০ নং পশ্চিম আলিরগাও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দুলাল আহমদ প্রমুখ।