স্টাফ রিপোর্টার: রকিব হাসান রবিন, নকলা, শেরপুর
শেরপুর জেলার নকলা উপজেলায় ৮ ডিসেম্বর (রবিবার) বিকালে সরকারী প্রণোদনার সুপার হাইব্রিড ধানবীজ সংরক্ষণ ও বিক্রির দায়ে থানার সামনে অবস্থিত মেসার্স শাহীন বীজ ভান্ডার থেকে ছয়শত তিপ্পান্ন কেজি ধান বীজ জব্দ সহ বিশ হাজার টাকা এবং মেসার্স মেহেদী এন্টারপ্রাইজ থেকে ছাপান্ন কেজি সরকারী প্রণোদনার ধানবীজ জব্দসহ দশ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া ও উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মুরসালীন মেহেদী। বীজ আইন ২০১৮/২৪/১-২ ধারা মোতাবেক শাহীন বীজ ভান্ডারের স্বত্তাধীকারী নাসির উদ্দিন এবং মেহেদী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মঞ্জুরুল হককে এ জরিমানা করা হয়। অসাধু ব্যাবসায়ীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলে জানান জুয়েল মিয়া। কৃষি কর্মকর্তা শাহরিয়ার মুরসালিন মেহেদী বলেন সরকারি প্রণোদনার ধান বীজ কিভাবে কোথা থেকে কার মাধ্যমে স্থানীয় ব্যবসায়ীরা পেয়েছেন তা খুব দ্রুত সুষ্ঠ অনুসন্ধানের মাধ্যমে খুঁজে বের করা হবে অবশ্যই।