স্টাফ রিপোর্টার, মোঃ আরিফুল ইসলাম মুরাদ, নেত্রকোনা
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের গাভী গ্রামে ছুড়ির আঘাতে রয়েল ওরফে হৃদয় (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ০৭/১২/২০২৪ শনিবার রাত আনুমানিক ১০টার দিকে গাভী হিফজুল কুরআন আশরাফি মাদ্রাসার বার্ষিক ইসলামিক ওয়াজ মাহফিললের অদূরে বসা অস্থায়ী দোকানের সামনে এ ঘটনা ঘটে। কি নিয়ে এ ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত জানা যায়নি। হৃদয় বনগাভী গ্রামের মো: আক্কাছ মিয়ার দ্বিতীয় ছেলে। ঘটনার পরপরই হৃদয়কে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় গুরুতর আহত নিজগাভী গ্রামের শফিকুল ইসলামের ছেলে বাবু ও মজিবুর রহমানের ছেলে অন্তরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, ঘটনার পরও ওয়াজ চলমান ছিল।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।