স্টাফ রিপোর্টার, মোঃ আল-আমিন, জয়পুরহাট
পাঁচবিবিতে বিএনপির ছাত্রদলের নেতা ফারুক হোসেনের হত্যার তৃতীয় বার্ষিকী পৃতিতে পাঁচবিবি উপজেলার বিএনপির নিজ কার্যালয়ে , তার আত্মার মাগফেরাতের জন্য দোয়া মাহফিল ও স্মরণসভা আয়োজন করেছেন, পাঁচবিবি উপজেলা ছাত্রদল।
জয়পুরহাট জেলার পাঁচবিবিতে বিএনপি’র ছাত্রদল নেতা ফারুক হোসেন কে পিটিয়ে হত্যা করেছে ,তৎকালীন ক্ষমতাশীল দল আওয়ামী লীগের সাঙ্গোপাঙ্গ ছাত্রলীগের কিছু নেতা, মঙ্গলবার (৭ ডিসেম্বর) ২০২১ইং মধ্যরাতে পাঁচবিবি পৌর পার্কের গেটের সামনে তাকে পিটিয়ে আহত করা হয়। পরে হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই ফারুকের মৃত্যু হয়। নিহত ফারুক হোসেন পাঁচবিবি ডিগ্রি কলেজপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে। তিনি পাঁচবিবি পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
নিহতের পিতা শহিদুল ইসলাম বলেন, আমার ছেলের হত্যাকাণ্ডের সাথে জড়িতের , পুনরায় তদন্ত সাপেক্ষে আসামীদের অবিলম্বে বিচারের আওতায় এনে ফাঁসির দাবি করছি। নিহত ফারুকের খালাতো ভাই শফিকুল ইসলাম বলেন, আমার ভাইকে যারা নির্ঘুমভাবে হত্যা করেছে, আমি প্রশাসনের প্রতি আকুল আবেদন তারা যেন পুনরায় ঘটনাটি তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার করে এবং আমার ভাইয়ের হত্যাকারীদের ফাঁসি চাই।
বিএনপি’র অঙ্গ সংগঠনের সকলের প্রশাসনের প্রতি দাবি ফারুক হত্যার মামলার সঠিক তদন্ত করে, এবং সিসি ফুটেজ দেখে জড়িতদেরকে আইনের আওতায় এনে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে সঠিক বিচারের দাবিতে একমত প্রশনয করছেন।
উক্ত স্মরণ সভায়,ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল হোসেন আপেল।পৌর ছাত্রদলের আহ্বায়ক রাব্বিউল ইসলাম রকির সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু,উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী,পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব আবু হাসনাত মন্ডল হেলাল, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পিন্টু,থানা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের,বিএনপি নেতা প্রভাষক আহসান হাবিব, উপজেলা যুবদলের নেতা নয়ন প্রধান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জনাব রহমান জনি,উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসেন আপেল, পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক আরিফুল ইসলাম নয়ন,থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুজ্জামান মন্ডলু,পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ুন কবির,সদস্য সচিব হাসানুর রহমান রাব্বি,হ যুবদল,ছাত্রদল, কৃষকদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিএনপি’র সকল কর্মী একটায় দাবি,অবিলম্বে আওয়ামী সন্ত্রাসী ছাত্রলীগের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
শেষে ছাত্রনেতা ফারুকের রুহের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।