মোঃ গোলাম জাকারিয়া, স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা ছেলে সহ চার জন নিহত হয়েছেন। নিহতরা হলেন, শিবগঞ্জ উপজেলা মোবারকপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মিজানুর রহমান (৪৫) ও তার ছেলে সাগর হোসেন(১৮) ।অপর ২ জন হলেন , গোমস্তাপুর উপজেলা রহনপুর পাথর পূজা গ্রামের মৃত খোদাবক্স আলীর ছেলে মোঃ বাবর আলী (২৫) ও রাজশাহী গোদাগাড়ী উপজেলা রাজু আহমেদ (২৫)।
সোমবার ৯ ডিসেম্বর উপজেলার ছত্রাজিৎ পুর ফুলতলা মোড়ে, গোমস্তাপুর উপজেলা তেতুল তলা মোড়ে ও সদর উপজেলা হরিপুরে এসব দুর্ঘটনা ঘটে।
শিবগঞ্জ, গোমস্তাপুর ও চাঁপাইনবাবগঞ্জ থানার দায়িত্বরত পুলিশ অফিসার এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সোমবার দুপুরে পিতা পুত্র বাড়ি থেকে মোটরসাইকেল যোগে চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে যাচ্ছিলেন এমন সময় ছত্রাজিৎপুর ফুলতলা মোড়ে বিপরীত দিক থেকে আসা ট্রাক মোটরসাইকেল কে ধাক্কা দিলে মটরসাইকেল আরোহী মিজানুর রহমান ঘটনা স্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় পেছনে থাকা ছেলে সাগর কে উদ্ধার করে স্থানীয় জনতা তাকে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার ওসি জানান, পুলিশ ঘটনাস্থল থেকে পিতার দেহ উদ্ধার করেছে এবং ছেলের মরদেহ হাসপাতালে রয়েছে। ঘাতক ট্রাক টি আটক করা সম্ভব হয়নি। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো সহ যাবতীয় আইনী প্রক্রিয়াধীন রয়েছে।
প্রায় একই সময় গোমস্তাপুর উপজেলার তেতুলতলা মোড়ে ভ্যান চালক বাবর আলি বিপরীত দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় নিহত হন। পুলিশ তার মরদেহ উদ্ধার করে আইনুগ ব্যবস্থা গ্রহণ করেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি জানান, বিকেল সাড়ে চারটার দিকে সদর উপজেলার হরিপুরে ট্রাকের ধাক্কায় রাজু আহমেদ নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
এখানে উল্লেখ্য, আজ শীতের প্রথম কুয়াশাছন্ন মেঘলা দিন ছিল।