স্টাফ রিপোর্টার: রকিব হাসান রবিন, নকলা, শেরপুর
শেরপুর জেলার নকলা উপজেলায় সোমবার (৯ নভেম্বর) বিকালে চারটায় বাংলাদেশ জাতীয়তাবাদী অঙ্গসংগঠন জিয়া মঞ্চের নকলা উপজেলা পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
এদিন বিকেলে নকলা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে উপজেলা জিয়া মঞ্চের কমিটির নকলা উপজেলা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম মাষ্টার এর সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়।
উল্লেখ্য: জিয়া মঞ্চের সাইদুল ইসলাম মাষ্টার কে সভাপতি ও অব : সেনা কর্মকর্তা মো:রেজাউল করিম কে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যের সদস্য বিশিষ্ট্য পুর্ণাঙ্গ কমিটির ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার জিয়া মঞ্চের সভাপতি আসাদ খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক তাজমুল ইসলাম তাজ, জেলা জিয়া মঞ্চের সিনিয়র সহ-সভাপতি মোবারক হোসেন মাষ্টার। এছাড়াও জিয়া মঞ্চের উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ডের নেতাকর্মীসহ জিয়া মঞ্চের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (BMSF) নকলা উপজেলা শাখার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।