মোঃ মাসুদ রানা স্টাফ রিপোর্টার:-
বগুড়া দুপচাঁচিয়ায় গত ১৯ জানুয়ারি রোববার রাতে দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর খিদিরপাড়ায় বিউটি বেগম (৩৫) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
জানা গেছে, উপজেলার জিয়ানগর ইউনিয়নের খিদিরপাড়া গ্রামের ফিজার আহম্মেদ বিদ্যুৎ ও স্ত্রী বিউটি বেগম ঘটনার দিন রোববার রাতে খাওয়া দাওয়া শেষে শয়ন কক্ষে ঘুমাতে যায়। রাতের কোন এক সময় গৃহবধূ বিউটি বেগম সবার অগোচরে নিজ শয়ন ঘরের পাশের ঘরের সেলিং ফ্যানের সাথে ওড়না বেঁধে গলায় ফাঁস দেয়। পরে তার স্বামী ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায়। তার মৃত্যুর সঠিক কারণ না জানা গেলেও স্বামী স্ত্রী’র দাম্পত্য কলোহের কারণে সে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। এ বিষয়ে গৃহবধূর ভাই দেলোয়ার হোসেন বাদী হয়ে থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করেছে। পুলিশ তার মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য লাশ গতকাল সোমবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করেছে।