শেখ মোঃ দীন ইসলাম ক্রাইম রিপোর্টার ময়মনসিংহ:-ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেফতারকৃত হলেন মো.বুলবুল আহমেদ সজীব। এসময় তার হেফাজত থেকে একটি বিদেশী পিস্তল.৫ রাউন্ড গুলি একটি ম্যাগাজিন উদ্ধার করেছে ডিবি পুলিশ।
মঙ্গলবার (২১ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার
এম.এম. মোহাইমেনুর রশিদ জানান, সোমবার (২৯জানুয়ারি) বিকেলে কোতোয়ালী থানাধীন বলাশপুর মরাখোলা এলাকার স্বাধীন বাংলা একাডেমির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের এর পক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃত আসামী মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
পুলিশ জানায় -অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদান্নোতিপ্রাপ্ত)মোঃ শামীম হোসেন এর নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি টিম বলাশপুর মরাখোলা এলাকার স্বাধীন বাংলা একাডেমির সামনে সজীবকে গ্রেপ্তারের অভিযান পরিচালনা করলে এ সময় সজীবের সমার্থক ও কিছু দুষ্কৃতিকারী আত্মীয়-স্বজন গোয়েন্দা পুলিশের উপর হামলা চালায়।
পরিস্থিতি বেশ নাজুক অবস্থা হওয়ায় গোয়েন্দা পুলিশের টিম আরও বৃদ্ধি করা হয় এ সময় সজীবের সমর্থক দুষ্কৃতকারী কারী বাহিনী এবং গোয়েন্দা পুলিশের মাঝে পাল্টা-পাল্টি আক্রমণ হওয়ায় পুলিশের কয়েকজন সদস্য আহত হলে তাদের কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ওসি জানান- এই ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।