মোঃ মাহফুজ আলম – সমাজের পরিবেশ ও প্রকৃতি বাচাবার জন্য গাছ লাগান অত্যান্ত জরুরী। গাছ শুধু পরিবেশই রক্ষা করেনা, গাছ অক্সিজেন তৈরি করে মানুষের প্রান বাচায়, অক্সিজেন ছাড়া মানুষ বাচতে পারেনা। প্রতি বছরই দেশে বন্যা দেখা দেয়, বন্যায় মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, প্রাণহানি ঘটে কিন্তু গাছ থাকার কারনে বন্যায় সহজে মানুষ কে আক্রমণ করতে পারেনা। ২১ জানুয়ারি ২০২৫ ইং রোজ মঙ্গলবার সকাল ১১.৩০ মিনিটের সময় উপরোক্ত কথাগুলো বলেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি। সাংবাদিক কামরুজ্জামান হারুনের উপস্থাপনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মোহনা নার্সারীর প্রতিষ্ঠাতা সাংবাদিক আব্দুল লতিফ মিয়াজি। তার উদ্যেগে ওটারচর মোহনা নার্সারী মাঠে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভুমি ও ছেংগারচর পৌর প্রশাসক হিল্লোল চাকমা, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ রবিউল হক, উপজেলা আবাসিক মেডিক্যাল অফিসার (ভারপ্রাপ্ত) ডাঃ হাসিবুল ইসলাম, ওটারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন, ওটারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিকুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সেলিম খান ও সাংবাদিক বৃন্দ। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরন করা হয়।