নোটিশ:
Welcome To Our Website...
ব্রেকিং নিউজ :
কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দক্ষিণ চট্টগ্রামের ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান কলাউজান ডা:এয়াকুব বজলুর রহমান সিক্দার উচ্চ বিদ্যালয় বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত লামা উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা বিশিষ্ট ব্যবসায়ী গোলাম কিবরিয়া সাঈদকে সভাপতি এবং ইঞ্জিনিয়ার জাকির হোসেনকে সাধারণ সম্পাদক করে মানিকগঞ্জ ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটি গঠিত খালিয়াজুরী উপজেলার বি, এন,পি দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সভাপতি স্বাধীন সম্পাদক মাহবুব পটুয়াখালীতে মিজানুর রহমান আজহারীর মাহফিলে প্রায় ১৩ লক্ষ মানুষের ঢল জুলাই বিপ্লবে শাহবাগে আহত ইমাম হোসেনকে কর্মসংস্থানের ব্যবস্থা পিরোজপুর জেলা প্রশাসকের কমলগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা আজ খালিয়াজুড়ি উপজেলা বি,এন,পি কাউন্সিল নির্বাচন-সভাপতি প্রার্থী স্বাধীন এর ব্যাপক জনসংযোগ প্রচারণা ধর্মপাশা পাইকুরাটি ইউনিয়ন কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত

থানাকে দালালমুক্ত ও সার্ভিস সেন্টার হিসাবে গড়ে তুললেন ওসি শফিকুল ইসলাম খান

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ৫৩ বার পঠিত

 

শেখ মোঃ দীন ইসলাম, ক্রাইম রিপোর্টার :-একসময় পুলিশ দেখলে সাধারণ মানুষ ভয় পেতো। ভয়ে দৌড়ে পালাতো।আর এখন পুলিশ দেখলে সবাই দৌড়ে কাছে আসে।ময়মনসিংহ কোতোয়ালী থানাধীন বিভিন্ন শ্রেণিপেশার সাধারণ মানুষ প্রশংসা করছেন কোতয়ালি মডেল থানা পুলিশের সেবায়।কারণ পুলিশিং সেবায় ভিন্ন মাত্রা যোগ করেছেন কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুল ইসলাম খান।বিশেষ করে তিনি যে এলাকাতেই যান না কেন কোমলমতি শিশুরা তাকে দেখলেই তার কাছে ছুটে আসে।কোতোয়ালী থানার আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিটি এলাকাতেই ছুটে চলেছেন ওসি শফিকুল ইসলাম খান সহ অন্যান্য পুলিশ সদস্যরা।কোতোয়ালি থানার প্রতিটি এলাকার দুই পক্ষের দ্বন্দ মিটাতে বিভিন্ন ভাবে তিনি সাধারণ মানুষকে সচেতন করেছেন।এখন কোতোয়ালী থানার প্রতিটি এলাকার সাধারণ মানুষ ওসি শফিকুল ইসলামের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছেন।থানা সূত্রে জানা যায়, ওসি শফিকুল ইসলাম খান এই থানায় যোগদান করার পর থেকেই এই থানার আগে চিত্র তিনি পাল্টে দিয়েছেন, থানাকে বানিয়েছেন জনগণের ভরসাস্থল। যোগদানের পর থেকেই কোতোয়ালী থানার আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নত করেছেন তিনি। বিশেষ করে মাদক, সন্ত্রাস, চুরি, ছিনতাই, চাঁদাবাজি, মারামারিসহ সকল অপরাধ নিষ্ক্রিয়ভাবে দমন করতে সফল চেষ্টা চালাচ্ছেন।সাধারণ ডায়েরি বা অভিযোগ কোন কিছু করতেই আর টাকা লাগে না এখন। ডায়েরি ও অভিযোগ লেখার জন্য রাখা হয়েছে একজন পুুলিশ সদস্য রাইটার হিসেবে। যে কোন ঘটনায় নিজেই ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেন এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন ওসি। উপজেলার বিভিন্ন এলাকার কয়েকজন সেবা গ্রহিতার সাথে কথা বললে তারা জানান, যে কোন অভিযোগ নিয়ে গেলে তৎক্ষনাৎ সেটির কার্যক্রম শুরু করে দেন ওসি। তাছাড়াও তার অফিসে ঢুকতে কারো অনুমতি লাগে না। অফিসে যে কোন সমস্যা নিয়ে গেলেই ওসি নিজ দায়িত্বে পর্যবেক্ষন করেন এবং বিভিন্ন ভাবে সমাধানের চেষ্টা করেন। পুলিশের এমন ব্যবহার সকল সময় থাকলে আইনসৃঙ্খলার কোন অবনতি হবে না বলেও জানান তিনি।তিনি যোগদানের পর থেকে এ এলাকার জনগণের কাছে পুলিশ অফিসার নয়, বরং সেবক ও বন্ধু হিসেবে পরিচিতি পেয়েছেন। বিপদে আপদে পুলিশি সেবা দিয়ে সাধারণ মানুষের মন কেড়েছেন তিনি। ময়মনসিংহ জেলার মধ্যে অপরাধ প্রবণ ও ব্যস্ততম থানা কোতোয়ালী মডেল থানা কিছু চাঞ্চল্যকর মামলার মোটিভ উদঘাটনসহ বিরোধপূর্ণ ঝামেলা গুলোর সুষ্ঠু সমাধান দিয়েছেন। সর্বস্তরের মানুষের কাছে জনবান্ধন পুলিশ কর্মকর্তা হিসেবে ইতোমধ্যে কোতোয়ালী এলাকাতে জনপ্রিয়তা অর্জন করেছেন ওসি সফিকুল ইসলাম খান। কোতোয়ালি মডেল থানাকে দালালমুক্ত ও জনবান্ধব হিসেবে গড়ে তুলেছেন। তিনি যোগদানের পর থেকে সবমিলিয়ে নিয়মিত মামলা রেকর্ড হয়েছে পর্যাপ্ত পরিমাণ। এছাড়া মিথ্যা মামলা যাতে না হয় সে বিষয়ে তিনি সব সময় খেয়াল রাখেন এবং স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে মিলে মিশে কাজ করে যাচ্ছেন এবং পুলিশি সেবা আরও জোরদার করার পরিকল্পনা নিয়ে কাজ করছেন। কোতোয়ালী মডেল থানার এক সচেতন নাগরিক চর ঈশ্বরদিয়ার মফিদুল ইসলাম বলেন, আমি জানি ওসি সফিকুল ইসলাম খান এই থানায় যোগদানের পর থেকে প্রায় ৯০ শতাংশ মাদক কমিয়ে আনা হয়েছে এবং বাল্য বিবাহ প্রতিরোধ ও সচেতনতনার মাধ্যমে একেবারেই কমে গেছে, নেই বললেই চলে। সিরতা ইউনিয়নের আশরাফুল আলম বলেন, এই থানায় তিনি যোগদানের পর থেকে স্কুল, কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নৈতিকতা, বাল্য বিবাহ, মাদক, ইভটিজিং, মোবাইল’র অপব্যবহারসহ সচেতনামূলক বিভিন্ন বিষয়ের উপর বিশেষ ক্লাস নিয়ে থাকেন। পরানগঞ্জ ইউনিয়নের হাফেজ মাওলানা রফিকুল ইসলাম বলেন তিনি চান এই থানার একজন মানুষও যেন হয়রানি না হয়। এভাবেই বহুজনের কথাগুলো পর্যবেক্ষণ করে দেখা যায় মানবিক পুলিশ অফিসার তিনি। এজন্য তিনি সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন।

কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম খান জানান, পুলিশ জনগণের বন্ধু। মানুষের যে কোন সমস্যায় পুলিশ সবসময় পাশে থাকবে। সাধারণ মানুষের সাথে ভালো ভাবে মিশতে পারলে যে কোন সমস্যা সমাধান করতে সক্ষম হওয়া যায়। তাছাড়াও আমি চেষ্টা করি সকলের সাথে বন্ধুত্বপূর্ন সম্পর্ক রাখতে। যে কেউ যে কোন সময় যেন তার সমস্যার কথা অনায়াসে খুলে বলতে পারেন। আর থানায় আগত সকলকে আপ্যায়ন করা হয়। কেন না মানুষ তার সমস্যা নিয়ে থানায় আসে সমাধানের লক্ষ্যে। প্রতিটি সেবা গ্রহিতার সাথে কোতোয়ালি মডেল থানা পুলিশের প্রতিটি সদস্য সুন্দর ব্যবহার করে তাদের সমস্যা সমাধান করার চেষ্টা করে এবং দ্রুত সময়ের মধ্যেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.