ক্রাইম রিপোর্টার মাইনউদ্দীন হাসান লোহাগাড়া উপজেলা চট্টগ্রাম :-
দক্ষিণ চট্টগ্রামের ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান কলাউজান ডা:এয়াকুব বজলুর রহমান সিক্দার উচ্চ বিদ্যালয় বাষিক পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে এবং খেলা ধুলায় যারা ফাস্ট হয়েচে তাদের জন্য রয়েছে উপহার ১ম ২ম ৩ম এবং নৃত্য প্রতিযোগিতায় ১ম ২ম ৩ম এদের জন্য রয়েছে বিকাল ৪:০০টায় ছাত্র-শিক্ষক প্রীতি ক্রিকেট ম্যাচ।মোট শিক্ষক-শিক্ষিকা ২৭ জন। ছাত্র-ছাত্রী ১১০০ জন।
স্থাপিত ১৯৬৫ সাল। এর বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুন পাল এবং জসীমউদ্দীন স্যার এর অবদান রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে।