সুমন মনডল পাবনা সাথিয়া
পাবনার সাঁথিয়ায় বাম্পার পেঁয়াজের ফলন।
পেঁয়াজের বাম্পার ফলন হলেও দাম কম হওয়ায় কৃষক কে রা লাভো ভান হচ্ছে না । কৃষক ভাইদের সাথে কথা বলে তাঁরা এ কথা বলেন। শার ও বিভিন্ন বিষ কিন্তে গুনতে হচ্ছে মোটা অংকের টাকা। ও জমির মালিকদের কর্মচারীকে দিতে হচ্ছে দিন ( ৮০০) টাকা করে
এদিকে শার ও বিভিন্ন বিষয়ে দাম বেশি হওয়ায় লচ হচ্ছে পেঁয়াজ চাষ করে । কৃষক শ্রমিক ভাইরা জানান (দৈনিক দেশ প্রতিদিন কে)সরকার জেনো শার ও বিভিন্ন বিষের দাম কোমায়। ও পেঁয়াজের দাম যেন বেশি হয়।