মো:খালেদ মিয়া,ছাতক সুনামগঞ্জ
সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের নোয়াগাঁও গনেশপুর গ্রামের মৃত হাফিজ ফরিদ উদ্দিনের ছেলে ও ছাতক অনলাইন প্রেসক্লাবের সদস্য কবি জানে আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে শহরের খেয়াঘাট থেকে থানা পুলিশের এক অভিযানে গ্রেফতার হন কবি জানে আলম। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন,ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া হাসান।কবি জানে আলমকে গ্রেপ্তার করায় গণমাধ্যম কর্মি ও ব্যবসায়ীদের মধ্যে মিশ্র পতিক্রিয়া দেখা দিয়েছে। অনেককেই বলতে শুনা গেছে ফ্যাশিষ্ট সরকারের রাগব বোয়ালরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আর নিরপরাধ ব্যাক্তি ব্যবসায়ী ও গণমাধ্যম কর্মিকে গ্রেফতার করে হয়রানি করা হচ্ছে। জানে আলম বাংলা টাইম এন্ড টিউনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি ও ছাতক অনলাইন প্রেসক্লাবের সদস্য। কবি জানে আলমের সহোদর বিশিষ্ট ব্যবসায়ী হাজী বুলবুল আহমদ জানান আমার ভাইয়ে বিরুদ্ধে কোন ধরনের এজাহার না থাকলেও একটি ষড়যন্ত্র কারি মহল স্বার্থ হাসিলের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নালিশ করেছে। ছাতক থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান জানান একটি নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনকে সহায়তা করায় তার বিরুদ্ধে থানায় মামলা নং ১৫ তাং ১০-০২-২০২৫ দায়ের করে মঙ্গলবার দুপুরে তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে। কবি জানে আলম কে গ্রেপ্তারের তিব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন।