রিপোর্ট : এমরান হোসেন সোহাগ—
নোয়াখালীর চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়নের পুরুষোত্তমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে, তুর্কি এম্বাসি এর সৌজন্যে ভ্রাম্যমান হাসপাতালের মাধ্যমে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ফ্রি ঔষধ বিতরণ এর আয়োজন করা হয়েছে, উক্ত ফ্রী মেডিক্যাল ক্যাম্প ও ফ্রী ঔষধ বিতরণী কার্যক্রম উদ্ভোদন করেন ১নং সাহাপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ খোকন ও ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দ, এসময় সার্বিক সহযোগীতায় ছিলেন সরোয়ার এবং জাহাঙ্গীর খান রাসেল, সার্বিক তত্বাবধানে ছিলেন নোয়াখালী জেলা সেচ্ছাসেবক দলের নেতা মোরশেদ আলম, ক্যাম্প পরিচালনায় মতিউর রহমান রিয়াদ, উপজেলা ছাত্রদল নেতা কাজী মহসিন এবং ছাত্র নেতা পিয়াস। এসময় প্রায় ২৭০ জন রোগীকে চিকিৎসা এবং ঔষধ প্রদান করা হয়। এলাকাবাসী জানায় বিশেষ ডাক্তারের মাধ্যমে ফী চিকিৎসাসেবা ও ফ্রী ঔষধ পেয়ে এলাকাবাসী উপকৃত হয়েছে।