রফিক আহমদ, কানাইঘাট, সিলেট
সিলেটের কানাইঘাট উপজেলার নক্তিপাড়া স্বপ্নসিঁড়ি যুব সংঘ, মমতাজগঞ্জ- এর ছয় মাস ব্যাপি মসজিদ ভিত্তিক কুরআন প্রশিক্ষণের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্টান গত ২২ ফেব্রুয়ারি ২০২৫ ইংরেজি তারিখে তৃতীয় বারের মতো সম্পন্ন হয়েছে।
উক্ত সংগঠনের সম্মানিত সভাপতি জনাব, সাইফুল আলম (দুদু) এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ এবং শিক্ষা বিষয়ক সম্পাদক
হাঃ সুলতান মাহমুদ এর যৌথ সঞ্চালনায়,
প্রধান অতিথির বক্তব্য রাখেন
সিলেট আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রভাষক এ.কে.এম ওলীউল্লাহ। তিনি তার বক্তব্যের শুরুতে পবিত্র ক্বোরআন মাজিদের মুজিযা ও মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করেন এবং অর্থসহ বুঝে পড়ার পরামর্শ দেন। এবং বলেন ক্বোরআনের সাথে সম্পর্ক থাকায় যেমন রমজান মাসকে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা সকল মাসের থেকে উত্তম ও মোবারকপূর্ণ করে দিয়েছেন, হযরত মুহাম্মদ (সাঃ) এর উপর নাজিল হওয়াতে উনাকে পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ মানব হিসাবে পরিচয় করে দিয়েছেন, তেমনি এই মহাগ্রন্থের সাথে সম্পর্ক রাখলে আমরাও দুনিয়া ও আখেরাতে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবো।
তারপর তিনি স্বপ্নসিঁড়ির সকল কার্যক্রম ও কুরআন প্রশিক্ষণের সুন্দর উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার জন্য সবাইকে সংগঠনের সামগ্রীক এজেন্টাতে সর্বোচ্চ সহযোগিতা করার আহবান জানান। পরিশেষে উক্ত সংগঠনের সকল সদস্য ও শুভাকাঙ্খীদের ধন্যবাদ জানান। বিশেষকরে যারা প্রবাস এবং দেশ থেকে অর্থ, মেধা ও শ্রম দিয়ে সহযোগিতা করেছেন।
এছাড়া উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
হাঃ মাওঃ কলিমুদ্দীন সাহেব, সুপার মমতাজগঞ্জ ইবতেদায়ী মাদ্রাসা। আব্দুল গফুর, সহ সভাপতি রংমহল টাওয়ার সিলেট। মাহবুবুর রহমান, পরিচালক আল হেরা মাদ্রাসা। হাজী শরিফ উদ্দিন সাহেব, অত্র সংগঠনের উপদেষ্টা সদস্য। আব্দুল নুর সাহেব, অত্র সংগঠনের উপদেষ্টা সদস্য। হোসাইন আহমেদ, সভাপতি কানাইঘাট এসোসিয়েশন কিন্ডারগার্টেন। মাওঃ মিনহাজ উদ্দিন, সহকারী শিক্ষক নক্তিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। সালেহ আহমদ, আলমগীর চৌধুরী আহ্বায়ক আল হেলাল খেদমতে কোরআন পরিষদ। মাসুক আহমেদ প্রবাসী। বাবুল আহমেদ বাবলু সহকারী শিক্ষক সুরতুন্নেছা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়। শাহরিয়ার তানভীর সভাপতি ছোটফৌদ আদর্শ তরুণ সমাজ। উপস্থিত ছিলেন মাওঃ আব্দুর রব সাহেব শিক্ষক অত্র কার্যক্রম, ক্বারী সেলিম আহমদ শিক্ষক অত্র কার্যক্রম, হাঃ আব্দুর রব অত্র কার্যক্রম, হাঃ মাওঃ ইসলাম উদ্দিন শিক্ষক অত্র কার্যক্রম, হাঃ বাবুল হোসাইন শিক্ষক অত্র কার্যক্রম, হাঃ আব্দুল জব্বার শিক্ষক ছয় মাস ব্যাপি মসজিদ ভিত্তিক কোরআন প্রশিক্ষণ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন হাঃ শাহিদ আহমদ শাহিন, সভাপতি আল হেলাল খেদমতে কোরআন পরিষদ।
এছাড়া বিশেষ আকর্ষণ হিসেবে একাধিক ইসলামিক সংঙ্গীত পরিবেশন করেন, প্রস্ফুটিত সাংস্কৃতিক সংসদ টিম।
এছাড়া উক্ত কোরআন প্রশিক্ষণে ৬ টি শাখায় কোরআন প্রশিক্ষণ দেওয়া হয়, মোট জ্ঞান পিপাসু শিক্ষার্থী ১৭২ জন। তার মধ্য থেকে উত্তীর্ণ ২২ জনকে পুরস্কৃত করা হয়।
২০২০ সালে প্রতিষ্ঠিত উক্ত সংগঠনটি, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে এবং হতদরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে আর্থিক সহযোগিতা, বন্যাকবলিত গ্রামে ত্রাণ বিতরণ, প্রতি রমজানের পূর্ব মুহূর্তে দরিদ্র মানুষের মধ্যে খাদ্য বিতরণ, করোনা কালীন সময়ে মানুষকে সচেতনতা বৃদ্ধি, এবং ঘরে ঘরে খাদ্য পৌঁছে দেওয়া, রাস্তাঘাটের সংস্কার কাজে অংশগ্রহণ, এছাড়া শিক্ষা বিস্তারের লক্ষ্যে ইউনিয়ন ব্যাপি মেধা কার্যক্রম দ্বারাবাহিক ভাবে পরিচালনা করে আসছি। এছাড়াও আরো অনেক সামাজিক নানা কর্মসূচিতে অংশগ্রহণ করে আসছে।