আদিলুর রহমান,গফরগাঁও ময়মনসিংহ
ময়মনসিংহের গফরগাঁও অক্সফোর্ড একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিশেষ আকর্ষণ ছিল “যেমন খুশি তেমন সাজ” প্রতিযোগিতা, যেখানে ছোট্ট শিক্ষার্থী আনজাবিন সাবেক প্রধানমন্ত্রী, ‘মাদার অব ডেমোক্রেসি’ খ্যাত বেগম খালেদা জিয়ার সাজে অংশগ্রহণ করে সবার দৃষ্টি আকর্ষণ করে।
অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুশফিকুর রহমান, সাবেক সদস্য, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি ও সাবেক যুগ্ম আহ্বায়ক, গফরগাঁও উপজেলা বিএনপি।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন:
জনাব আমিনুল সরকার সজীব, সভাপতি, পরিচালনা পর্ষদ, গফরগাঁও অক্সফোর্ড একাডেমি।
বিশেষ অতিথিরা ছিলেন:
সেলিম আহম্মেদ, সাবেক গফরগাঁও উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর বিএনপির ১নং সদস্য।
মোঃ দিদারুল ইসলাম (দিদার), সিনিয়র যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, গফরগাঁও উপজেলা।
মোস্তাফিজুর রহমান (শুভ) সিনিয়র যুগ্ম আহ্বায়ক, গফরগাঁও পৌরশাখা ছাত্রদল নেতা।
বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ক্রীড়া প্রতিযোগিতায় ২০টিরও বেশি খেলাধুলা ও অন্যান্য ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি জনাব মুশফিকুর রহমান।
পুরস্কার বিতরণী শেষে বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা অতিথি ও দর্শকদের আনন্দে ভিন্ন মাত্রা যোগ করে।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “শিক্ষার্থীদের শুধুমাত্র পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না, তাদের আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। আজকের শিশুরাই আগামীর নেতৃত্ব দেবে। গফরগাঁও অক্সফোর্ড একাডেমি শিক্ষার্থীদের সুস্থ মানসিকতা ও নৈতিক শিক্ষায় গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী।”
এ আয়োজন বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।